বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পিরোজপুরে ৪০ যাত্রীসহ খেয়া ট্রলার ডুবি, পিএসসি পরীক্ষার্থী নিখোঁজ

সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ১৫জন পিএসসি পরীক্ষার্থীসহ ৪০জন যাত্রীবোঝাই একটি খেয়া ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনা কবলিত যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও টুম্পা আক্তার নামে এক পিএসসি পরীক্ষার্থী নিঁখোঁজ রয়েছে। এছাড়া ট্রলারে পারাপারে ৫টি মোটরসাইকেল উদ্ধার হলেও দুর্ঘটনা কবলিত ট্রলারটির সন্ধান মেলেনি।

বুধবার দুপুর সোয়া দুইটার দিকে কাউখালীর উপজেলার সন্ধ্যা নদী ও গাবখান চ্যানেল মোহনার আমড়াজুড়ি খেঁয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে।

ট্রলার ডুবিতে নিখোঁজ পিএসসি পরীক্ষার্থ টুম্পা আক্তার উপজেলার আশোয়া গ্রামের গিয়াস উদ্দিন ফকির এর মেয়ে। নিখোঁজ টুম্পা স্থানীয় আশোয়া আমড়াজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে এবার পিএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। এ ঘটনায় নিখোঁজ শিশুটির পরিবারে শোকের মাতোম চলছে।
এ ট্রলার ডুবির ঘটনায় ১০জন যাত্রী আহত হয়েছেন। আহদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর আহত ট্রলারযাত্রী ঝালকাঠির সবুজ মিয়া(৩৫) ও পাশ্ববর্তী স্বরূপকািিঠ উপজেলার শহীদুল ইসলাম (২২) কে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

প্রত্যক্ষদর্শী ট্রলার যাত্রী এক শিক্ষার্থীর অভিভাবক আশোয়া গ্রামের গৃহবধূ শিল্পী বেগম জানান, আশোয়া গ্রামের ১৪ জন পিএসসি পরীক্ষা দিয়ে উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলো। আমড়াজুড়ি ফেরিঘাটের কাছে ট্রলারে খেয়া পারাপারে জন্য ১৫ জন পরীক্ষার্থী , ১৪জন অভিভাবকসহ ৪০জন যাত্রী ট্রলারে ওঠেন। এসময় ওই ট্রলারে পাঁচটি মোটর সাইকেল তোলা হয়। এতে ট্রলারটিতে অতিরিক্ত মোটরসাইকেল তোলার কারনে ট্রলারটি ছাড়ার কিছুক্ষণ পরেই কাত হয়ে নদীতে ডুবে যায়। দুর্ঘটনা তীরের কাছাকাছি হওয়ায় যাত্রীরা সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। তবে পিএসসি পরীক্ষার্থী টুম্পা নিখোঁজ হয়ে যায়। সেই সাথে ৫টি মোটর সাইকেলসহ ট্রলারটিও নিখোঁজ হয়ে যায়। ৪০জন যাত্রীর পর অতিরিক্ত মোটর সাইকেল বহনের কারনেই ট্রলারটি দুর্ঘটনা কবলিত হয়।

এদিকে এ দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা খাতুন রেখা ও কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন। কাউখালী ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয়রা মিলে উদ্ধার অভিযানে নেমে নদী বক্ষ হতে ৫টি মোটরসাইকেল উদ্ধার হলেও নিখোঁজ শিশু টুম্পার খোঁজ মেলেনি।

খবর পেয়ে বিকাল সাড়ে চার টার দিকে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে অংশ নেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান মেলেনি।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা খাতুন রেখা বলেন, উদ্ধার অভিযান চলছে। এক শিশু নিখোঁঁজ রয়েছে। আমরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। বরিশাল থেকে ফায়ার সার্ভিস ডুবুরি দল নামানো হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp