বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

‘প্রতিবাদী যুবক’

আবিদ হোসেন

হে যুবক জাগো, জাগো, জাগো
ছলো, ছলো,ছলো অশ্রুকে দাও বলি
ধরিয়া দেশের হাল
তুমি আগ্নেয়গিরির মত জাগো
তুমি নওজোয়ান, তুমি দাবানল
হুংকার দিয়ে শত্রুর সম্মুখে রাগো।

উত্তাল প্রশান্তের ঢেউ তুমি, মেঘের বর্জপাত
দেশের শিকড় আকড়েঁ ধর, শক্ত তোমার হাত।
তুমি সুলতান, তুমি বীর, তুমি যুবক দলপতি
নিষ্ঠ মনে হাত ধরো বদলাও দেশের গতি।

উচ্ছ্বাসে উল্লাসে হর্ষ হরষে দূর কর আধিঁয়ার
দেশের খুঁটি ভূধর তুমি যৌবন কর হাতিয়ার।
তুষারের ন্যায় শুভ্র তুমি কাজলের ন্যায় কালো
অরুন ন্যায় রাঙা তুমি জ্বালো শিক্ষার আলো।

তুমি কর্তা, তুমি শ্রোতা তুমি বরফের ন্যায় হিম
মৃগেন্দ্র কেশরি তুমি শত্রু পরাজয়ী ভীম।
ঋতুরাজ বসন্ত তুমি জীমূত বরষা
পূর্নিমাকে কবজা করো ছুড়ে দাও হতাশা।

কুসংস্কার ধ্বংস করো, নৈশব্দে করো সৃষ্টি
মূর্খকে জ্ঞানী করো, ইতিবাচক করো দৃষ্টি।
সংযমী হও সদয় হও, স্নিগ্ধ কর চরিত্র
নৈসর্গিক প্রতিযোগী হও দূর করো বর্ণ গাত্র।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp