বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

প্রথম টিকা পাবেন স্বাস্থ্যকর্মী, ২৭ জানুয়ারি উদ্বোধন

অনলাইন ডেস্ক :: আগামী ২৭ জানুয়ারি দেশের ইতিহাসে ঐতিহাসিক এক মাহেন্দ্রক্ষণ। এ দিন রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে বহুল প্রতীক্ষিত করোনা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

করোনাভাইরাস মোকাবিলায় পুনর্গঠিত মিডিয়া সেলের মুখপাত্র ডা. মো. রোবেদ আমিন শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

ডা. রোবেদ আমিন বলেন, ২৭ জনুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা হাসপাতালে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। এখন পর্যন্ত এ তথ্য রয়েছে।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান জানিয়েছিলেন, উদ্বোধনের দিন সুশীল সমাজের ২০-২৫ জন করোনা টিকা নেবেন।

উদ্বোধনের দিন সুশীল সমাজের প্রতিনিধিরা টিকা নিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডা. মো. রোবেদ আমিন সাংবাদিকদের জানান, সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন হয়েছে। উদ্বোধনের দিন সুশীল সমাজের প্রতিনিধিদের টিকা দেয়া হচ্ছে না। এদিন শুধু স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত সম্মুখসারীর যোদ্ধারা করোনা টিকা নেবেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp