বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

প্লাস্টিক সার্জারি করতে গিয়ে অভিনেত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক ::: দক্ষিণ ভারতের কন্নড় অভিনেত্রী চেতনা রাজ। ভারতের বেঙ্গালুরুতে সোমবার (১৬ মে) একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। জানা গেছে, প্লাস্টিক সার্জারি করতে গিয়ে অভিনেত্রী মারা গেলেন।

তবে অভিনেত্রীর পরিবারের দাবি চিকিৎসকের গাফিলতির জন্য প্রাণ গেছে চেতনার। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করেছে তার পরিবার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, পরিবারকে না জানিয়ে সোমবার সকালে চর্বি কমানোর অস্ত্রোপচারের জন্য বেঙ্গালুরুর শেঠি কসমেটিক হাসপাতালে ভর্তি হন চেতনা। এরপর অস্ত্রোপচারের সময় তার ফুসফুসে পানি জমে যায় এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। বিকেল চারটা পর্যন্ত চিকিৎসকরা সব চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি।

মৃত্যুর খবর পেয়ে চেতনার পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যায়। সেখানে মেয়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন চেতনার মা।

চেতনার বাবার অভিযোগ, প্রয়োজনীয় সামগ্রী এবং পরিবারের সম্মতি না নিয়েই চিকিৎসক চর্বি অপসারণের এই অস্ত্রোপচার করেছেন। চিকিৎসকের ভুলের জন্যই তাদের সন্তানের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় একটি থানায় অভিযোগ দায়ের করেছেন চেতনার বাবা-মা।

২১ বছর বয়সী চেতনার পরিবার বেঙ্গালুরুর নর্থ তালুকে থাকেন। এই অভিনেত্রী বেশকিছু টেলিভিশন সিরিয়াল ও সিনেমায় অভিনয় করেছেন। কালারস কন্নড় টিভির ‘গীত’, ‘দোরাসানি’ এবং ‘লার্নিং স্টেশন’সহ বেশকিছু টেলিভিশন সিয়ালে দেখা গেছে তাকে।

এছাড়া ‘হাওয়াইয়ান’ নামে মুক্তির অপেক্ষায় থাকা একটি সিনেমাতেও অভিনয় করেছেন চেতনা।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp