বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ৩ মণের ৪ পাখি মাছ

নিজস্ব প্রতিবেদক ::: বঙ্গোপসাগরে এক জেলের জালে ৩ মণ ওজনের ৪টি পাখি মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে মাছগুলো পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এ মাছ দেখতে মানুষ ভিড় জমান।

শনিবার (৩০ মার্চ) সূর্য মাঝিসহ ১৭ জেলে আল্লাহর দোয়া-১ নামে ট্রলার নিয়ে চট্রগ্রামের বাঁশখালী থেকে বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে মাছগুলো ধরা পড়ে। উপকূল এলাকায় এ সব মাছের চাহিদা না থাকায় নিলামে ব্যবসায়ী সুমন মৃধা মাছগুলো সাড়ে ৭ হাজার টাকা কিনে নেন।

জেলে সূর্য মাঝি বলেন, ‘এটাকে আমরা পাখি মাছ বলি। কারণ সাগরে এরা দ্রুত গতিতে দৌঁড়ায়। চারটি মাছের মধ্যে একটির ওজন ৪০ কেজির উপরে। বাকি ৩টির ওজন দুই মণের কাছাকাছি। আমাদের জালে অন্যান্য মাছের সঙ্গে এ মাছগুলো ধরা পড়ায় আমরা খুশি। ওজন বেশি হওয়ায় মাছগুলো ট্রলারে তুলতে অনেক বেগ পেতে হয়। দামও অনেক কম পেয়েছি।’

মাছ ব্যবসায়ী সুমন মৃধা বলেন, ‘এ মাছগুলো ঢাকায় পাঠাব। এ এলাকায় তেমন চাহিদা নেই। তবে ঢাকায় ভালো দামে বিক্রি করতে পারব।’

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব দ্রুতগতির মাছের সংখ্যা বেড়েছে। বর্ষা মৌসুম শুরু হলে আশা করা যায়, আরও বড় আকারের বিভিন্ন প্রজাতির মাছ জেলেরা শিকার করতে পারবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp