বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বদলে যাচ্ছে কি পৃথিবী?

যেনে নিন এ বছরের সবচেয়ে শক্তিশালী ও মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ(solar eclipse)সম্পর্কে ২১ শে জুন ২০২০ইং এই দিন এবৎসরের দীর্ঘতম দিন এবং প্রথম সূর্যগ্রহণ উক্ত গ্রহণে জীববৈচিত্র্য বিশেষ করে মানব জীবনের উপরে ভালো মন্দ প্রভাব সম্পর্কে প্রত্যেক মানুষের জানা থাকা আবশ্যক।

তাই চলুন বিস্তারিত জেনে নেয়া যাক- এই দিনের সূর্য গ্রহণ টি বিশ্বের বহু দেশ তথা বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটানে বলয়গ্রাস বা পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ হবে।

একারনে উল্লেখিত অঞ্চলসমূহে গ্রহণ চলাকালীন সময়ে কালো অন্ধকার নেমে আসবে পূর্ণগ্রাস ৯৯% এর পর বিশ্বের কোথাও কোথাও থেকে এটিকে একটি স্বর্ণের আংটি বা আগুনের আংটির মতো(ring of fire) দেখা যাবে তবে বাংলাদেশ ও ভারত থেকে আংশিক (৭১%) দেখা যাবে এই গ্রহণ।

গ্রহণ টি লাগবে মিথুন রাশিতে বাংলাদেশী সময় সকাল ১০:১৭ মিনিট এবং পূর্ণ গ্রাস হবে দুপুর ১২:৫ মিনিটে, শেষ হবে দুপুর ১:৪৮ মিনিট গ্রহন থাকবে তিন ঘন্টা ৩ ঘন্টা ৩১ মিনিট পর্যন্ত এবং ভারতে কোলকাতা সময় সকাল ১০:৪৭ মিনিট এবং পূর্ণগ্রাস হবে দুপুর ১২:৩৫ মিনিটে এবং শেষ হবে দুপুর ২:১৮ মিনিটে উক্ত গ্রহণ চলাকালীন সময়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে তাই অত্র জনপদের

মানুষের দেখতে সমস্যা হতে পারে কিন্ত দুপুর ১২:৪০ মিনিটের পরে আকাশ কিছুটা মেঘ মুক্ত হওয়ায় গ্রহণ টি দেখা যাবে। যেই এলাকায় প্রথম গ্রহণ লাগবে সেই এলাকায় গ্রহণ দেখা যাবে সকাল ৯: ১৭ মিনিটে। যেই এলাকায় আংশিক গ্রহণ দেখা যাবে সেই এলাকায় গ্রহণ কাটবে দুপুর ৩:৬ মিনিটে ২০২০ সালে ২১ জুনের এই দিনে মোট ছয় ঘণ্টা পৃথিবীর বিভিন্ন অঞ্চল

থেকে এই মহাজাগতিক দৃশ্য মানুষ অবলোকন করতে পারবে। মিথুন রাশি হচ্ছে প্রকৃতির রাশি এই দিন একই কক্ষপথে পাঁচ টি এনার্জি একই সাথে অবস্থান করবে( পাঁচ টি গ্রহের মিলন হবে) যথা- রবি,চন্দ্র,রাহু, কেতু,বুধ,এবংছয়টি গ্রহ বক্রী থাকবে যথা ক্রমে রাহু কেতু, রাহু কেতু সব সময় বক্রী অবস্থায়ই থাকে এছাড়াও বুধ,শুক্র,বৃহস্পতি ও শনি এই চারটি গ্রহ বক্রী

অবস্থায় রয়েছ জ্যোতির্বিজ্ঞান মতে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যেকোনো গ্রহণেই জীববৈচিত্রের উপরে যথেষ্ট প্রভাব পরে ফলে বিবর্তিত হয়ে প্রাকৃতিক রুপরেখা কখনো কখনো বদলে যায় সভ্যতা।এক্ষেত্রে সূর্য গ্রহণ বেশি প্রভাব ফেলে মানব জীবনে কারণ সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য গ্রহন লাগলে প্রত্যেক রাশিতে এর প্রভাব পড়বে এতে কোনো সন্দেহ নেই।

তাই আমাদের প্রত্যেকেরই এ সম্পর্কিত আদেশ নিষেধ মেনে চলা উচিত তা না হলে এর মন্দ প্রভাবে জাতক-জাতিকার আগামীর দিন গুলোতে আক্রান্ত হতে পারেন।২১ শে জুন রবিবার এর সূর্যগ্রহণ বাংলা আষাঢ় মাসের ৬ তারিখে কৃষ্ণপক্ষের আমাবস্যা তিথিতে শুরু হতে যাচ্ছে।রাহু ও মঙ্গোল এই দুটি নক্ষত্রে- দুটি তিথিতে গ্রহন লাগবে এবং তাতে দুটি যোগ হবে যথা “ঋত্তি ও গন”

এই মহাজাগতিক যোগের ফলে পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। আগেই বলেছি এই গ্রহণ চলাকালীন সময়ে পাঁচটি এনার্জির (৫ টি গ্রহের)মিলন হবে এবং দুটি যোগ হবে, দুটি যোগের প্রভাবে একটি মহাজাগতিক বিস্ফোরণ হতে পারে যার ফল অত্যন্ত বেদনাদায়ক হতে পারে।এই সূর্য গ্রহণের পরবর্তী ২৬ দিনের মধ্যেই পৃথিবীব্যাপী মন্দ প্রভাব(effect) দেখা দিতে পারে যা

এক বৎসর পর্যন্ত পৃথিবীতে নিত্য নতুন বিপর্যয় নেমে আসতে পারে যেমন এই সময়ের মধ্যে ভূমিকম্প,ভূমিধস,অতিবৃষ্টি, অনাবৃষ্টি,দাবানল,অতিরিক্ত তুষারপাত, সাইক্লোন জলোচ্ছ্বাস সুনামি হবে। এসময়ে করোনা ভাইরাস সহ নতুন নতুন ভাইরাস(flu)তে আক্রান্ত হবে এবং বিশ্বের অধিকাংশ মানুষ রোগে-শোকে কষ্ট পাবে ও ব্যাপক প্রাণহানি ঘটবে।

(রাহু ও মঙ্গলের যোগ এর ফলে)একটা মার মুখী প্রভাবে বিশ্বব্যাপী সামরিক শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে ব্যাপক শক্তির মহড়া দৃশ্যমান হবে পরবর্তীতে যা তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে প্রকাশিত হবে।বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক মন্দা দেখা দেবে এসময় গোটা দুনিয়ার ব্যবসা-বাণিজ্য অনেকটাই থমকে যাবে

এবং বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি দেখা দেবে। ঐ খাদ্য ঘাটতির জন্য পৃথিবীব্যাপী দুর্ভিক্ষ দেখা দেবে এবং এই দুর্ভিক্ষ ও যুদ্ধের কারণে পৃথিবী থেকে পরবর্তী ২০২১/২০২২ ইং বৎসরে লক্ষ লক্ষ মানুষ অনাহারে প্রাণ হারাবে এই বিপর্যয়ের মুখে আমেরিকা ব্রিটেন ইজরায়েল ভারত সহ পৃথিবীর প্রায় অর্ধশত দেশের ক্ষমতাধর ব্যাক্তি বর্গ ও শাসক গোষ্ঠীর ক্ষমতার রদবদল হইবে। সতর্কতা

এই গ্রহণ চলাকালীন সময়ে কেহ যে কোনো চশমার ব্যবহার ওয়েল্ডিং গ্লাস বাইনোকুলার লুকিং গ্লাস এর দ্বারা অবলোকন করিবেন না করিলে চোখের অন্ধত্বসহ বড় ধরনের ক্ষতির আশঙ্কা আছে! যাহারা এই মহাজাগতিক দৃশ্য দেখতে আগ্রহী তাহারা একটি বড় স্বচ্ছ পাত্রে পরিষ্কার পানি নিবেন তার পর পাত্রটি সূর্যের দিকে তাক করে রাখবেন ওই পানিতে সূর্য গ্রহণের স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাবেন এবং তাতে সূর্যগ্রহণের পুরোপুরি অবস্থা অবলোকন করতে পারবেন।

পরামর্শঃ সূর্য গ্রহণ চলাকালীন সময়ে আহার থেকে বিরত থাকা(রোগী ও শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়) যেকোনো ধারালো অস্ত্রের ব্যবহার করা থেকে এবং যেকোনো আগুনের ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখা উচিৎ এবং প্রত্যেক জাতক-জাতিকার সকল কর্ম হতে বিরত থেকে সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র হয়ে পবিত্র স্থানে দুরুদ সালাত(নামাজ)ধ্যানে/প্রার্থনায় মশগুল থাকা আবশ্যক।

এস্ট্রলজার ছালাম শিকদার
পটুয়াখালী বাংলাদেশ

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp