বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ববির ২৯ শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

অনলাইন ডেস্ক// কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৯ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। প্রথমবারের মতো এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। গণিত, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান, ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, সমাজবিজ্ঞান এবং লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ২৯ শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

রেজিস্ট্রারের দায়িত্ব পালনকারী বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ড. এস এম ইমামুল হক বলেন, ‘আজকের এই দিন তোমাদের জীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। কেননা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে তোমরাই হবে পথিকৃত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষকরাও এর অংশ হিসেবে থাকবেন। এ প্রাপ্তি তোমাদের জন্য অনুপ্রেরণাদায়ক এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও প্রেরণা হিসেবে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের চলমান অগ্রযাত্রার অগ্রপথিক হবে তোমরাই। আর জীবন চলার পথে তোমরা তোমাদের নিজ বিশ্ববিদ্যালয়কে কখনো ভুলবে না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, কলা ও মানবিক অনুষদের ডিন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।

সম্মাননাপ্রাপ্ত ২৯ শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে গোল্ড প্লেটেড মেডেল ও সনদপত্র দেওয়া হয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp