বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরগুনায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

বরগুনা প্রতিনিধি ::: বরগুনার পাথরঘাটায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় ঘরটি।

শুক্রবার (১০ মার্চ) রাত সাড়ে আটটার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের কাছে ছুটে যান বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, পাথরঘাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার। পরে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা প্রদান করেন সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা রুস্তম আলীর বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় ঘরটি। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এ বিষয়ে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে কিছু সহায়তা দেয়া হয়েছে। পরবর্তীতে সরকারি ও ব্যক্তিগতভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp