বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরগুনায় নতুন করে ৬ জনের করোনা শনাক্ত, সুস্থ ১৪

বরগুনা প্রতিনিধি :: বরগুনা জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সদ্য সনাক্তকৃত রোগীদের মধ্যে বরগুনা সদরের ১ জন স্বাস্হ্যকর্মী সহ ৩ জন। আমতপলী উপজেলার পৌর এলাকার ১ জন। পাথরঘাটা উপজেলায় ১ জন ইউনিয়ন পরিষদের সেক্রেটারী এবং তালতলী উপজেলায় ১ জন। এ সময় ১৪ জন সুস্হতার সনদপত্র পেয়ে বাড়ি ফিরেছে।

বাড়ি ফেরা ব্যক্তিগন হলেন, বরগুনা শহরের ফার্মেসী পট্রী এলাকার মোসা: মরিয়ম (২০)। আমতলী উপজেলার পৌর এলাকার মো: সোহেল গাজী (৫০),চাওড়া গ্রামের মো: শফিকুর রহমান (৪৫), আরপাংগাশিয়া গ্রামের মো: নজরুল ইসলাম (৫১), আমতলী পৌর এলাকার মো: আমিনুর রহমান (৫১), মো: রান্না মৃধা (৫৩),মো: তাসিম (২০), অমূল্য কুমার মন্ডল (৫৬), সরস্বতী (৫৪),পল্লবী (২১) এই ৯ জন। পাথরঘাটা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ১ জন স্বাস্হ্যকর্মী / গার্ডেনার মো: আলী আহম্মদ (৪২)। বামনা উপজেলার মোসা: জাকিয়া সুলতানা (৩১),বামনা ইউনিয়ন পর্রিষদের সেক্রেটারী মো: রফিকুল ইসলাম (৩০), বুকাবুনিয়া ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যান কেন্দ্রের মো: এমদাদুল হক (৫৩) এই ৩ জন। এরা সকলে বাড়িতে গিয়ে ১১দিন হোম আইসোলেশনে থাকবেন।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৪০৩ জন (পুরুষ ৩১২ জন,মহিলা ৯১) জন। এদের মধ্যে সুস্হতার সনদপত্র পেয়ে বাডি ফিরেছে মোট ২২০ জন। বর্তমানে চিকিত্সাধীন আছেন ১৭৮ জন। অদ্যাবধি মৃত্যু বরন করেছে ৫ জন। চিকিৎসাধীন সকলেই শারীরিক ভাবে সুস্হ আছেন।

বরগুনা জেলার উপজেলা ভিত্তিক করোনা পরিস্হিতি। বরগুনা সদর উপজেলা: মোট সনাক্ত ২০৩ জন, সুস্হ ৯৯ জন, চিকিত্সাধীন ১০৪ জন। এর মধ্যে বরিশাল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন (এর মধ্যে পাথরঘাটা হাসপাতালে ১ জন) ও বরগুনা হাসপাতালে ২৪ জন এবং হোম আইসোলেশনে ৭৪ জন।

আমতলী উপজেলা: মোট শনাক্ত ৬৩ জন, সুস্হ ৪১ জন, চিকিৎসাধীন ১৮ জন। মৃত্যু ৪ জন ,জিএম দেলোয়ার হোসেন (৬৫) এবং মো: মেসবাহ উদ্দিন ( ৫৪ ), এসআইপি, মো: আ: কুদ্দুস মোল্লা ও মো: নূরুল হক চেয়ারম্যান।

পাথরঘাটা উপজেলা: মোট শনাক্ত ৩৫ জন। সুস্হ ২২ জন। চিকিৎসাধীন ১৩ জন।

বামনা উপজেলা: মোট শনাক্ত ৪২ জন, সুস্হ ৩০ জন, চিকিৎসাধীন ১২ জন ।

বেতাগী উপজেলা: মোট শনাক্ত ৩৯ জন, সুস্হ ১৪ জন। চিকিৎসাধীন ২৪ জন। মৃত্যু ১ জন, মো: খলিলুর রহমান (৭২), ফুলতলা, বিবিচিনি।

তালতলী উপজেলা: মোট শনাক্ত ২০ জন, সুস্হ ১৪ জন, চিকিৎসাধীন ৬ জন।

জেলায় অদ্যাবধি মৃত্যুবরণ করেছে মোট ৫ জন। আমতলী উপজেলায় ১ জন জি এম দেলায়ার হোসেন (৬৫), থানার এসআই মো: মেসবাহ উদ্দিন (৫৪), মো: আ: কুদ্দুস মোল্লা, মো: নূরুল হক চেয়ারম্যান, আরপাংগাশিয়া। বেতাগী উপজেলায় ১ জন মো: খলিলুর রহমান (৭২), ফুলতলা, বিবিচিনি।

জেলায় অদ্যাবধি মোট নমুনা প্রেরণ করা হয়েছে ৩,০০৮ জন, প্রাপ্ত ফলাফল ২,৮১৭ জন। এদের মধ্যে পজেটিভ ৪০৩ (পুরুষ ৩১২ জন এবং মহিলা ৯১ জন)। এদের মধ্যে মোট হোম আইসোলেশনে ৩০৭ প্রতিষ্ঠানিক আইসোলেশনে ৯৬ জন এবং এর মধ্যে মৃত্যু ৫ জন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp