বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরগুনায় ব্যারিস্টার সুমনের মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি : ব্যারিস্টার সুমনের মামলা প্রত্যাহারের দাবীতে বরগুনায় মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন বরগুনার সাধারণ মানুষ ।

এ দাবীতে আজ বুধবার বেলা ১১টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছেন তারা।

হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে গতকাল সোমবার ব্যারিস্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করেন গৌতম কুমার নামের এক ব্যক্তি। তাঁকে আইনগত সহায়তা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। এর প্রতিবাদ করে সর্বস্তরের সাধারণ মানুষ এই মানববন্ধনের ডাক দেন।

মানববন্ধনে বক্তারা বিভিন্ন দাবী পেশ করেন। দাবিগুলো হলো- ব্যারিস্টার সাইয়্যেদুল হক সুমনের বিরুদ্ধে করা মিথ্যা ও ভিত্তিহীন মামলা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা, দেশের বৃহত্তর স্বার্থে ব্যারিস্টার ‍সুমনের জীবনের নিরাপত্তা জোরদার করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ব্যারিস্টার ‍সুমনকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা, যে আইনজীবী তাঁর নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে ব্যরিস্টার সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন তাঁকে অবশ্যই জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া।

মানববন্ধনে সাধারণ মানুষ বলেন, ব্যারিস্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমনের বিরুদ্ধে করা এ মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। ফেসবুকে ব্যারিস্টার সুমনের নামে খোলা ফেক আইডি থেকে দেওয়া একটি বিভ্রান্তিকর স্ট্যাটাসের ওপর ভিত্তি করে এ মামলাটি করা হয়। যে ফেক আইডি থেকে ওই বিভ্রান্তিকর স্ট্যাটাসটি দেওয়া হয়েছে তার সঙ্গে ব্যারিস্টার সুমনের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নুর হোসেন ইমাম, সদর উপজেলা ছাত্রলীগ, মোঃ সাইফুল ইসলাম (সাইফ), ক্রীড়া সম্পাদক, জেলা ছাত্রলীগ বরগুনা। জুয়েল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক, জেলা ছাত্রলীগ। রিয়াদ হোসেন, সদস্য, বরগুনা জেলা ছাত্রলীগ। মোঃ আমিনুল ইসলাম মুন্না, সিনিয়র সহসভাপতি, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ। সাইফুল ইসলাম সাগর, উপজেলা ছাত্রলীগ বরগুনা।সাবরিনা সুমনা, বরগুনা কলেজ ছাত্রলীগ কর্মী।বরগুনার সাংবাদিক ও নেতাসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp