বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরগুনায় ভুয়া চিকিৎসকের কারাদন্ড

বরগুনা প্রতিনিধি :: বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দরের জসিম উদ্দিন হাওলাদার নামের এক ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকেলে আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এ আদেশ দেন।

জানা গেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দরের অর্পিতা মেডিকেল হলে জসিম উদ্দিন হাওলাদার নামে এক ভুয়া চিকিৎসক নিজেকে এমবিবিএস পরিচয় দিয়ে দীর্ঘদিন চিকিৎসা দিয়ে আসছিল।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে পটুয়াখালী র‌্যাব-৮ কোম্পানী কমান্ডার সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক জসিম উদ্দিন হাওলাদারকে গ্রেফতার করে।

ওইদিন বিকেলে র‌্যাব-৮ সদস্য তাকে আমতলী ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক ইউএনও মনিরা পারভীন ভুয়া চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন।

আমতলী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন বলেন, একজন ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp