বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরগুনায় হাসপাতালের ড্রামে ঝলসে যাওয়া নবজাতক!

বরগুনা প্রতিনিধি :: বরগুনা জেনারেল হাসপাতালের প্রসূতী বিভাগের ওয়াশরুমে রাখা ব্লিচিং পাউডারের খালি ড্রামের ভেতর থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে কর্তব্যরত নার্স। ব্লিচিং পাউডারের ড্রামে থাকায় শিশুটির শরীরের অনেক স্থান ঝলসে গেছে।

বরগুনা জেনারেল হাসপাতালের নারী ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স লাইজু আক্তার বলেন, রবিবার বেলা ২টার দিকে তিনি ওই ওয়াশরুমের সামনে দিয়ে যাবার সময় শিশুটির কান্না শুনতে পান। সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে তিনি শিশু ওয়ার্ডে ভর্তি করান। উদ্ধারকৃত ছেলে শিশুকে কে বা কারা এখানে ফেলে রেখে গেছে তা তিনি জানেন না বলে জানান।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব উদ্দিন বলেন, শিশুটি এখনও শঙ্কামুক্ত নয়। যেহেতু অনেকক্ষণ ধরে একটি ব্লিচিং পাউডারের খালি ড্রামে পড়েছিল তাই তার শরীরের অনেকখানি জায়গা পুড়ে গেছে এবং ইনফেকশন হয়ে গেছে। আরও দুয়েকদিন না গেলে শিশুটি সম্পর্কে কিছু বলা যাবে না। তবে আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি তাকে সুস্থ করে তোলার জন্য।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp