বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরগুনায় ৩শ’ হাঙ্গরের বাচ্চা জব্দ, ১৩ জেলেকে জরিমানা

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলায় প্রায় ৩শ’ হাঙ্গরের বাচ্চাসহ ১৩ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদেরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা জেলেদের মোট ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।

আটক ব্যক্তিরা হলেন-আব্দুল খালেক মাঝি, মো. ইব্রাহিম, মো. সিদ্দিক, বাচ্চু, আসলাম, আলমগীর, ইসমাইল, ফোরকান, জাহাঙ্গীর, কালাম, আলাউদ্দিন, বশির ও ছালাম।

জানা গেছে- বুধবার সকাল ৯টার দিকে বিষখালী নদীর মোহনা সোনাতলা এলাকা থেকে তাদের আটক করে কোস্টগার্ডের দক্ষিণজোন পাথরঘাটা স্টেশনের সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা জানান, হাঙ্গর মাছ নিধন সম্পূর্ণ বেআইনি। তাই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ১৩ জন জেলেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। হাঙ্গরগুলো ধ্বংস করার জন্য কেরোসিন দিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp