বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে আভাসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক :: বেসরকারি উন্নয়ন সংগঠন “আভাস” কর্তৃক বাস্তবায়িত ইউএসএআইডি ও ইউকেএইড অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগীতায় “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ” প্রকল্পের আওতায় গঠিত বরিশালের বরিশাল সিটি করপোরেশন প্লাটফরম আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করেন। বুধবার দিবসটি উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশন প্লাটফর্ম আহ্বায়ক প্রফেসর শাহ-সাজেদা। মানববন্ধনে সকলে নারী নির্যাতন প্রতিরোধ একত্রে কাজ করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে আভাস প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,সভায় সভাপতিত্ব করেন প্লাটফরমের আহ্বায়ক ও নারী নেত্রী জনাব প্রফেসর শাহ-সাজেদা। সভাটি পরিচালনা করেন প্রোজেক্ট অফিসার নাসরিন খানম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, আনন্দ স্কুল সুপারভাইজার মাহমুদুল হাসান, সাংবাদিক স্বপন খন্দকার, আভাসের নির্বাহী পরিচালক জনাব রহিমা সুলতানা কাজল, ইয়ুথ পাওয়ার সদস্য লাবনী আক্তার লাবন্য , সমাজসেবক পুরোহিত সঞ্জীব সিংহ বর্মন।

এছারাও সভায় উপস্থিত ছিলেন বিভন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্লাটফর্ম সদস্যবৃন্দ। সকলে নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে আলোচনা করেন।

সভায় অংশগ্রহণকারী সকল সদস্য বাল্যবিবাহ বন্ধ এবং নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp