বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে আসছেন কক্সবাজার থেকে বদলি হওয়া ১১ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজার থেকে বদলি ৩৪ পুলিশ কর্মকর্তার ১১ জনই বরিশাল রেঞ্জে যোগদান করতে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খুব শীঘ্রই পরিদর্শক পদমর্যার এসব পুলিশ কর্মকর্তা বরিশালে যোগদান করবেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ তাদের বদলি সংক্রান্ত আদেশটি জারি করে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়- আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়। তারা আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১০ টায় ঢাকায় রাজারবাগে অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুরো পোশাকে বিফ্রিংয়ে উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট ইউনিট প্রধানগণ বিষয়টি নিশ্চিত করবেন। পরবর্তীতে সেখান থেকে তারা নতুন কর্মস্থলে যোগ দেবেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেনসহ জেলা পুলিশের শীর্ষ সাত কর্মকর্তা এবং পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। কক্সবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ হাসানুজ্জামান বুধবার কক্সবাজারে যোগদান করেছেন। এর তিনদিনে মাথায় মাঠ পুলিশে ৩৪ পরিদর্শককে বদলির মধ্য দিয়ে বড় রকমের পরিবর্তন এসেছে কক্সবাজার পুলিশে।

উল্লেখ করা যেতে পারে, গত ৩১ জুলাই টেকনাফের মেরিনড্রাইভ রোডে বাহারছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার পর কক্সবাজার জেলা পুলিশে ব্যাপক রদবদল হচ্ছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp