বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে করোনার টিকা পৌঁছাবে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে শুক্রবার (২৯ জানুয়ারি) সকালের দিকে পৌঁছাবে মহামারি করোনার টিকা ।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, টিকা সংরক্ষণগার আগে থেকেই প্রস্তুত রয়েছে। এখন মাঠ পর্যায়ে যারা টিকা দিবেন তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার পরই টিকা কার্যক্রম (৭ ফেব্রুয়ারি) বা তার কাছাকাছি সময়ের মধ্যে শুরু করা হবে।

ইতোমধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে যাদের টিকা দেওয়া হবে তাদের তালিকা জেলা প্রশাসকের কাছে পৌঁছানো হয়েছে। পরবর্তীতে অন্যান্য নাগরিকদের সুরক্ষা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা নিতে হবে।

করোনার টিকা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললে তারা জানান, করোনার টিকা নিয়ে বিভ্রান্তি হবার কোন সুযোগ নেই। কারণ ভারত থেকে আসা টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত। তাই এই টিকা নিতে কোন আতঙ্ক নেই।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp