বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ২৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

এস এম রনি :: সরকারের নির্দেশে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২০ পর্যন্ত প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ থাকবে। সরকার এ সময়ে মা ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কোস্টগার্ড বরিশাল রসুলপুর জোনের সদস্যরা উপকূলীয় এলাকা ও নদ-নদীতে ‘মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করেন।

আজ বরিশাল রসূলপূর জোনের কন্টিনজেন্ট কমান্ডার জিয়াউর রহমানের নেতৃত্বে কীর্তনখোলা ও সূগন্ধা নদীতে অভিযান চালিয়ে ২৫০০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও আনুমানিক ২ কেজি ইলিশ মাছ জব্দ করেন। এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি ।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা জয়দেবসহ কোস্টগার্ড সদস্যরা।

পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধারকৃত মাছ মাদ্রাসায় বিতরণ করা হয় এবং আটককৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp