বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : “শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানে বরিশালে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শনিবার (০৪ জানুয়ারি) সকালে নগরের বঙ্গবন্ধু উদ্যানে এ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুর রকির, জেলা আওয়ামলীগীরে সিনিয়র সহ সভাপতি মোঃ হোসেন চৌধুরী। অংশগ্রহণকারী বিভিন্ন উপজেলার শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।  ছাত্র ও ছাত্রীদের খেলার মধ্যে রয়েছে ক্রিকেট, হকি, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন (একক ও দ্বৈত),  টেবিল টেনিস (একক ও দ্বৈত), দড়িলাফ ।

আগামী ৫ জানুয়ারি একই স্থানে প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp