বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের পায়তারা

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীর কলেজ রোড এলাকায় জোরপূর্বক গাছ কেটে জমি দখল করার পায়তারা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৭ মার্চ মোকাম বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌ: কা: বি: আইনের ১৪৪/১৪৫ ধারার বিধান মতে বিবাদীর বিরুদ্ধে প্রোসেডিং ড্র করাসহ তফসিল বর্নিত সম্পত্তিতে নিষেধাজ্ঞা প্রার্থনা করলে বিষয়টি আমলে নিয়ে কোতয়ালী মডেল থাান পুলিশকে ওই জমিতে শান্তি শৃঙ্খলা রক্ষা করার আদেশ দেয়।

নগরীর কাউনিয়া বিসিক রোড এলাকার বাসীন্দা মৃত সৈয়দ এটি এম আলাউদ্দিনের ছেলে সৈয়দ সাইদুল হাসান মামুন বাদী হয়ে ২০নং ওয়ার্ডস্থ কলেজ রোড এলাকার মৃত কেরামত আলী হাওলাদারের ছেলে টিপু সুলতান, মৃত মনিরুল ইসলামের ছেলে তাওহিদুল ইসলাম, মৃত নজরুল ইসলামের ছেলে প্রত্যয়, মৃত কাসেম আলী হাওলাদারের ছেলে আমিনুল ইসলাম, ২৯নং ওয়ার্ডের খালপাড় অধ্যক্ষ ইউনুস খান সড়ক এলাকার নূর ইসলাম কাজীর ছেলে আ: রহমানকে আসামী করেন।

বাদী সাইদুল ইসলাম হাসান মামুন অভিযোগে উল্লেখ করেন, গত ৬ মার্চ দুপুরে আমার তফসিল বর্নিত সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করে আমার রোপন করা বেশ কয়েকটি বড় বড় গাছ কাটার চেষ্টা শুরু করলে আমি সন্ত্রাসীদের বাধা দিলে আমার সম্পত্তিতে গাছ কাটতে না পারায় তারা আমাকে খুন করার হুমকি দেয়। পরে আমি আদালতের দ্বারস্ত হলে আদালত বিষয়টি আমলে নিয়ে কোতয়ালী মডেল থাান পুলিশকে ওই জমিতে শান্তি শৃঙ্খলা রক্ষা করার আদেশ দেয়।

তিনি আরো জানান, বিবাদীরা আমার কাছে মোটা অংকের টাকাও দাবী করেন। বিবাদীরা আমার জমির ফলজসহ বিভিন্ন গাছগুলো কেটে ফেলেছে। শুধু তাই নয়, বেশ কিছু মোটা গাছ ও গাছের বড় বড় ডাল-পালা ইতিমধ্যে অনত্র সরিয়ে ফেলেছে।

তিনি আদালতের কাছে এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন।

এদিকে বিষয়টি নিয়ে অভিযুক্ত মো: টিপু সুলতান বলেন- আমরা বিষয়টি আইনের মাধ্যমে বুঝবো।’’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp