বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে ডিবি পুলিশের বিরুদ্ধে ১ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

বরিশ‍াল ক্রাইম নিউজ ডেস্ক :: বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই নজরুল ও তার টিমের বিরুদ্ধে ১ লক্ষ টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটকের পর ফেন্সিডিলের খালি বোতল দেখানোর শর্তে টাকাটা হাতিয়ে নিয়েছিলেন তারা। যদিও টাকা হাতে পাওয়ার পরে ডিবি পুলিশের ওই টিমটি শর্ত ভেঙে ফেলে। ২০ থেকে ২৫ বোতল খালি দেখালেও দুই বোতল ভর্তি ফেন্সিডিল দেখিয়ে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। পরদিন তাকে ২ বোতল ফেন্সিডিল রাখার অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেয়। ডিবি পুলিশের ওই টিমটি টাকাটা হাতিয়ে নিয়েছিল সদর রোড এলাকার বাটার গলির কনিকা ডায়াগনস্টিক সেন্টারের মালিক এসএম কায়েসের কাছ থেকে।

সূত্র জানায়, গত ২৮ অক্টোবর সোমবার রাত সাড়ে ৯টায় এসআই নজরুল ইসলামের নেতৃত্বে নগরীর বিবির পুকুর পাড় সংলগ্ন এলাকা থেকে দুই বোতল ফেন্সিডিলসহ এসএম কায়েসকে আটক করে। আটককৃত কায়েস নগরীর সদর রোড এলাকার বাটার গলির কনিকা ডায়াগনস্টিক সেন্টারের মালিক। আটকের পর কায়েসের কাছ থেকে ১ লক্ষ টাকা নেন ডিবি পুলিশের এসআই নজরুল ও তার সঙ্গীয় টিম। টাকা নিয়েও শর্ত ভঙ্গ করে কায়েসকে আটক করে ডিবি পুলিশ।

যদিও এসআই নজরুল বলছেন, কায়েসের কাছ থেকে কোন টাকা নেয়া হয়নি। তার কাছে ফেন্সিডিল পাওয়া গেছে।

এ বিষয়ে ডিবি পুলিশের এসি বলছেন, বিষয়টি আমাদের জানা নেই। সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp