বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

নিষেধাজ্ঞা সত্তেও বরিশালে প্রধান শিক্ষক রাজনীতি করেন ভুয়া নামে

অনলাইন ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। কিন্তু সরকারি এ নিয়মনীতির তোয়াক্কা না করে বরিশাল হিজলা উপজেলার পশ্চিম চর বাউশিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক খানের বিরুদ্ধে বিএনপির রাজনীতিতে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তবে নিজের পরিচয় আড়াল করতে কর্মক্ষেত্রে ও রাজনীতিতে ভিন্ন নাম ব্যবহার করেছেন আবু বক্কর সিদ্দিক খান।

স্থানীয়রা জানান, বরিশাল হিজলা উপজেলার পশ্চিম চর বাউশিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক খানের জাতীয় পরিচয়পত্রে নাম উল্লেখ করা হয়েছে আবু বক্কর সিদ্দিক খান। তবে এলাকাবাসীর কাছে তিনি ‘ফারুক খান’ নামে পরিচিত। তিনি কর্মক্ষেত্রে আবু বক্কর সিদ্দিক খান নাম ব্যবহার করলেও বিএনপির রাজনৈতিক নেতাদের কাছে পরিচিত ফারুক খান নামে।

স্থানীয়রা জানান, আবু বক্কর সিদ্দিক খানের বিএনপির রাজনীতিতে জড়িত থাকার বিষয়টি ধোঁয়াশাচ্ছন্ন থাকলেও কমিটি ঘোষণা এমনকি সেই কমিটির কাগজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অনুসারী নেতা-কর্মীদের নিয়ে গ্রহণ করার ছবি ফেসবুকে প্রকাশ হলে বিষয়টি নিশ্চিত হয়।

হিজলা উপজেলার পশ্চিম চর বাউশিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, স্কুল চালকালীন প্রধান শিক্ষক মাঝে মধ্যে কোথায় যেন যান। দীর্ঘক্ষণ পর ফিরে আসেন। অনেকদিন আবার ফেরেন না। এ কারণে দাফতরিক কাজে কিছুটা ব্যাঘাত ঘটে।

বরিশাল উত্তর জেলা বিএনপির একাধিক নেতা জানান, ফারুক খান ছাত্রজীবন থেকে দল করে আসছেন। তিনি দলের জন্য অনেক করেছেন এবং করে যাচ্ছেন। দলের প্রতি তার অবদান রয়েছে।

তবে এ বিষয়ে আবু বক্কর সিদ্দিক খান বলেন, আমি কোনো স্কুলে চাকরি করি না। আপনি প্রয়োজন হলে এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারেন। এরপরই ফোন কেটে দেন তিনি।

উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পর তাকে আবার ফোন করা হলে আবু বক্কর সিদ্দিক খান বলেন, ভাই আমি শিক্ষক না। এ ধরনের খবর প্রকাশ না করার অনুরোধও করেন তিনি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp