বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে বসতঘরের উপর থেকে বিদ্যুৎ লাইন নেওয়ার পায়তারা!

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল পল্লী বিদ্যুৎ অফিসের খামখেয়ালীতে যে কোন মুহুর্তে ঘটতে পারে প্রাণহানীর ঘটনা। এমনটাই অভিযোগ করেছেন- বরিশাল সদর উপজেলার উত্তর লামছড়ি গ্রামের একাধিক পরিবার। পল্লী বিদ্যুৎ অফিসের নিয়ম বহিঃর্ভুত এমন কর্মকান্ডে রীতীমত আতঙ্কে রয়েছে এসব পরিবার।

উত্তর লামছড়ি গ্রামের চাপরাশি বাড়ির বাসিন্দা বেবী বেগম বলেন, আমার স্বামী জাকির চাপরাশি প্রবাসে থাকেন। আমার স্বামী প্রবাসে থাকায় পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন আমার বসত ঘরের ছদের উপর থেকে অবৈধভাবে বিদ্যুৎ লাইন নেওয়ার পায়তারা করছে। আমার ঘরের পেছনে আমাদের জমি থাকলেও তারা খামখেয়ালী করে ছাদের উপর থেকে হাই ভোল্টেজের বিদ্যুৎ লাইন নিবে বলে হুমকী দিয়েছে। এ ঘটনায় আমি নিষেধ করলেও তারা শুনছে না। ছাদের উপরে আমি কাপড়-চোপড় ও ধান শুকাতে যাই। নিশ্চিত এখান থেকে বিদ্যুৎ লাইন নিলে আমাদের প্রানহানী ঘটবে। আর এসবের দায়ভার নিতে হবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে।

বেবী বেগম আরও অভিযোগ করে বলেন,আমার প্রতিবেশীর জমি রয়েছে। প্রতিবেশীর ১ ইঞ্চি জমিতেও ওই বিদ্যুৎ লাইনের পুল না বসানোর ষড়যন্ত্র চলছে। দাবীকৃত টাকা না দেওয়ার কারনে ঠিকাদার পান্না প্রতিবেশীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে আমার বসত ঘরের ছাদের উপর থেকে বিদ্যুৎ লাইন নেওয়ার পায়তারা করছে।’

একই বাড়ীর বসিন্দা জসিম চাপরাশি বলেন, বসত ঘরের ছাদের উপর থেকে বিদ্যুৎ লাইন না নেওয়ার জন্য ঠিকাদার পান্নাকে অনুরোধ করা হয়েছে। কিন্তু তিনি তা শুনেননি।’

এদিকে বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হলে বরিশাল পল্লী বিদ্যুৎ অফিসের ঠিকাদার পান্না বলেন, ভুক্তভোগী পরিবারকে রুপাতলী পল্লী বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।’

বেবী বেগমের মেয়ে জামাই কাওসার হোসেন এ প্রতিবেদককে বলেন, ১ মাস আগে আমি নিজে রুপাতলী পল্লী বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগ নম্বর ৪১। তারপরও পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন এসব অপকর্ম করে চলছে।

কাওসার হোসেন আরও বলেন, ঠিকাদার পান্না আমার শ্বাশুড়ীর কাছে মোটা অংকের টাকা দাবী করেছে। দাবীকৃত টাকা না দেওয়ার কারনে ঠিকাদার পান্না জোড়পূর্বক ওই বসত ঘরের ছদের উপর থেকে বিদ্যুৎ লাইন নেওয়ার পায়তারা করছে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসের জিএমকে জানালেও তিনি কর্ণপাত করেনি।’

অন্যদিকে পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী আলাউদ্দিনের মুঠোফোনে কল করা হলে তিনি প্রতিবেদককে বলেন, আপনি কোন পক্ষের লোক। বিষয়টি নিয়ে কথা বলতে হলে আমার অফিসে আসতে হবে।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp