বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে বিভাগে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২২

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় করোনা আক্রান্ত হয়ে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ২১৭ জনে। পাশাপাশি মোট ১১ হাজার ৭৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারা যাওয়া একজনের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। অপরজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মারা যান। ৭২ বছর বয়সী ওই ব্যক্তির বাসা সিটি কর্পোরেশনের আমতলা মোড় এলাকায়।

ডা. বাসুদেব কুমার দাস বলেন, করোনার প্রথম ঢেউয়ে বরিশাল বিভাগে শনাক্তের হার কম ছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে এই হার অনেক বেশি। শুধু টিকা নিলেই চলবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে- ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশাল জেলায়। এ জেলায় আক্রান্ত ৪৮ জন। ভোলায় ৩৯ জন, ঝালকাঠিতে ১৫ জন, পিরোজপুরে ১৩ জন, পটুয়াখালীতে চারজন এবং বরগুনায়ও চারজনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে ১৩ মাসে মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৬৬ জন। এরমধ্যে বরিশালে ৫ হাজার ৩৭৬, পটুয়াখালী ১৮৪৫ জন, ভোলা ১২২৩ জন, পিরোজপুর ১৩০০ জন, বরগুনা ১০৯০ জন এবং ঝালকাঠিতে ৯৩২ জন।

২৪ ঘণ্টায় মাত্র ২৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। বর্তমানে ১০৭২ হাসপাতালে এবং অন্যরা নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।

বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন বরিশাল জেলায়। মৃত ২১৭ জনের মধ্যে বরিশাল জেলায় ৯৩ জন, পটুয়াখালীতে ৪৪ জন, ভোলায় ২২ জন, পিরোজপুরে ২৭ জন, বরগুনায় ২২ জন এবং ঝালকাঠিতে ২০ জন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp