বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে ভ্যার্চুয়ালের মাধ্যমে যুবদলের পৃথক তিনটি সংগঠনের সাথে সভা অনুষ্ঠিত

শামীম আহমেদ :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এবং জাতীয়তাবাদী যুবদলকে সু-সংগঠিত করার লক্ষে ভ্যার্চুয়াল প্রোগামের মাধ্যমে বরিশাল মহানগর যুবদল, বরিশাল দক্ষিণ জেলা যুবদল ও বরিশাল উত্তর জেলা যুবদলের নেতৃবৃন্দের সাথে সভা করেছে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (১৫ জুন) বিকালে বরিশাল মহানগর যুবদল দলীয় কার্যালয় ও বরিশাল জেলা (দক্ষিণ) যুবদল ও উত্তর জেলা যুবদল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে ভ্যার্চুয়াল সভায় অংশ গ্রহন করেন।

ঢাকা থেকে ভ্যার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল সভাপতি সাইফুল আলম নিরব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

অপরদিকে কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় টিম প্রধান আঃ মোনায়েম মুন্না বরিশালের তিনটি যুবদলের হয়ে পৃথকভাবে ভ্যার্চুয়ালের মাধ্যমে শুভেচ্ছ বক্তব্য দেন।

এদিকে বিশেষ অতিথি হিসাবে ভ্যার্চুয়ালে আরো বক্তব্য রাখেন বরিশাল মহানগর যুবদল সভাপতি এ্যাড. আখতারুজ্জামান শামীম। এখানে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. মাজহারুল ইসলাম জাহান, সহ-সভাপতি কামরুল ইসলাম রতন, সাজ্জাদ হোসেন, আসাদুজ্জামান মারুফ, সামসুল আলম।

অপরদিকে জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড. এইচ এম তছলিম উদ্দিনসহ এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মামুন রেজা খান মামুন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, মাওলা রাব্বি শামীমসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

অন্যদিকে প্রেস ক্লাবের তিন তলায় বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতিত্ব করেন আহবায়ক সালাউদ্দিন পিপলু, সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ।

এসময় ভ্যার্চুয়াল সভার মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশাল যুবদলকে ঐক্যবদ্ধ ও সু-শৃঙ্খলভাবে দলকে পরিচালনার পাশাপাশি আগামী আন্দোলন-সংগ্রামে সকলকে যুবদলের অঙ্গ সংগঠনকে সকল এক হয়ে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp