বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ব্যাপক বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এদিকে মুলাদীতে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮ টা ১০ মিনিট থেকে ভারী বর্ষণ এবং ব্যাপক বজ্রপাত শুরু হয়। চলে বেলা ১২ টা পর্যন্ত। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বেলা ১২ টা পর্যন্ত বিগত প্রায় ৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এসময় বাতাসের সর্বচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ৩১ কিলোমিটার।

তারা জানান, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে ভারী বর্ষণ ও বজ্রপাত হচ্ছে। আরো বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন তারা।

এদিকে হঠাৎ মুষলধারে একটানা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরীর সদর রোডের কাকুলী মোড়, বগুরা রোড, কালিবাড়ি সড়কসহ বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় চড়ম দুর্ভোগে পড়েন সাধারন মানুষ।

অন্যদিকে মুলাদীর শফিপুর ইউনিয়নের পশ্চিম চর ভেদুরিয়া গ্রামে বজ্রবৃষ্টির সময় মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে আব্দুল মান্নান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মুলাদী থানার ওসি ফয়েজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp