বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে মাদক বিরোধী সুজন মোল্লা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে মাদক বিরোধী প্রচারনা চালানোর সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত খেলাঘর জেলা কমিটির সদস্য জাকারিয়া ইসলাম সুজন মোল্লার ২২তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকল সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সমানে “মাদক বিরোধী সুজন মোল্লা দিবস” উপলক্ষে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি নজমুল হোসেন আকাশ। এছাড়া বিকেলে নগরীর মুক্ত বিহঙ্গল খেলাঘর আসরে মাদক বিরোধী সুজন মোল্লা দিবস উপলক্ষে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদী সমাবেশে বক্তারা বলেন, মাদক বিরোধী প্রচারনার সময়ে সন্ত্রাসীদের গুলিতে খেলাঘর কর্মী সুজন মোল্লা প্রান হারালেও সেই সময়ে থানা পুলিশ অজ্ঞাত কারনে সুজন হত্যার মামলা গ্রহন করেনি। এমনকি থানা পুলিশ একটি সাধারন ডায়ারী পযর্ন্ত করেনি। বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রি শেখ হাসিনা মাদকের ব্যাপাওে ডিরো ট্রালায়েন্স ঘোষনা করেছে। তাই দেশের সকল খেলাঘর কর্মীরা মনে করেন এই সরকারে পক্ষ থেকে মামলা গ্রহন করে সুজন হত্যাকারীদেও খুজে বেড় করে আইনে আওতায় এনে সুষ্ঠু বিচার করবে।

কর্মসূচিতে বক্তৃতারা রাখেন, খেলাঘরকেন্দ্রয়ী কমিটির সভাপতিমন্ডলীর সদস্য জীবন কৃষ্ণ দে,সচেতন নগরিক কমিটি(সনাক) বরিশালের সভাপতি শাহ সাজেদা, নট্যজন ও শব্দাবলী গ্রুপ খিয়েটারের সভাপতি সৈয়দ দুলাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সংগঠনের সাবেক সাধারন শুভঙ্কর চক্রবর্তী, কাজী সেলিনা, সাধারন সম্পাদক তৌছিক আহমেদ রাহাত, বরিশাল রির্পোর্টাস ইউনিটির সাবেক সভাপতি সুশান্তঘোষ,খেলাঘর কর্মীমো. শহিদুল ইসলাম, মারুফহোসেন, প্রদিপ প্রমুখ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিহত সুজন মোল্লার ছোট ভাই তারিকুল ইসলাম ।

উল্লেখ্য, বরিশাল ১৯৯৯ সালের ১৯ জানুয়ারী সন্ধ্যায় মাইকে মাদক বিরোধী প্রচারনা চালানোর সময় জেলা বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের সময়ে সুজন মোল্লা গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মৃত্যু বরন করে। সেই খেলাঘর কেন্দ্রয়ী কমিটির সীধান্ত অনুযায়ী “মাদক বিরোধী সুজন মোল্লা দিবস” ঘোষনা করা হয়। সেই থেকে প্রতি বছর দেশ ব্যাপী খেলাঘর কর্মীরা ‘১৯ জানুয়ারী খেলাঘর কর্মীরা “মাদক বিরোধী সুজন মোল্লা দিবস” হিসেবে পালন করে আসছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp