বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে যাত্রীবেশে অটোরিশায় উঠে চালকের গলাকেটে ছিনতাই, দম্পতিসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীতে স্ত্রী ও দেড় বছরের সন্তানসহ অটোরিকশায় উঠে চালকের গলায় ছুরি বসিয়ে ব্যাটারি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। নগরীর শের-ই বাংলা হাসপাতাল সড়কের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই. এইচ. টি) সংলগ্ন সড়কে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

আজ রোববার সকালে নগরীর পলাশপুরের রসুলপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত ছিনতাইকারী দম্পতিসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন উপ-পলিশ কমিশনার (ডিবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা।

এ ঘটনায় ছিনতাই হওয়া ব্যাটারি উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ছিনতাই ও প্রতারণা মামলা দায়ের হয়েছে।

আহত অটোরিকশা চালক নগরীর পশ্চিম কাউনিয়ার বাসিন্দা হুমায়ুন (৪০)।

গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন- সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের মোল্লার হাওলা গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার (৩০) ও তাঁর স্ত্রী সাথি (২৩)। এছাড়াও লুন্ঠিত মাল হেফাজতে রেখে কেনাবেচার অপরাধে নগরীর বাংলাবাজারের বড় বাড়ির পিছনে উজ্জল কাজীর বাসার ভাড়াটিয়া বিউটি বেগম (৪৩) ও মীর্জাগঞ্জ উপজেলার কিসমত শ্রীনগরের মৃত নুরুল ইসলাম খানের ছেলে মো: মাহবুবুর রহমানকে (৪৫) আটক করা হয়।

প্রতারক দম্পতি তাঁদের শিশু সন্তান কোলে নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনে থেকে অটোরিকশা ভাড়া করেন। তাঁরা মেডিকেলের পেছনের ব্যাপ্টিস্ট মিশন রোডে যাওয়ার কথা বলে চলতি পথে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।

আহত অটোরিকশা চালক হুমায়ুনের বন্ধু আবু কালাম বলেন, ‘যাত্রীবেশে উঠে এ ঘটনা ঘটানো হয়েছে। হুমায়ুন এখন শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে। দরিদ্র হুমায়ুন অর্থ সংকটে ভুগছে।’

উপ-পলিশ কমিশনার (ডিবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা বলেন, তারা সংঘবদ্ধ চক্রের সদস্য। এর আগেও এমন অপরাধ তারা করেছে। ছোট সন্তানকে নিয়ে গাড়ি ভাড়া করত। ফলে কোনো চালকই তাদের সন্দেহের চোখে দেখত না। এ ঘটনায় স্বামী ও স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp