বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে রান্না ঘরের মাটি খুরে বিদেশী পিস্তল উদ্ধার, চোর গ্রেপ্তার

শামীম আহমেদ ::: বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা এলাকার একটি রান্না ঘরের মাটি খুরে চোরাইকৃত বিদেশী পিস্তল উদ্ধারসহ চোর তারেক হাওলাদারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুারো অব ইনভেষ্টিগেশনের (পিবিআই) সদস্যরা।

শনিবার রাতে থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তারেক উপজেলার বংকুরা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে পিবিআই’র পরিদর্শক মাহমুদুর রহমান জানান, ২০১৯ সালে ঢাকার অবসরপ্রাপ্ত এক বিগ্রেডিয়ারের বাসা থেকে নগদ টাকা, বিদেশী মুদ্রা, স্বর্নালংকার ও লাইলেন্স করা বিদেশী পিস্তল সহ ৪৫ টি গুলি চুরি করে তারেক। এ ঘটনায় ঢাকার ভাষানটেক থানায় তার (তারেক) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সে (তারেক) গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকলেও অস্ত্র ও গুলি উদ্ধার করা যায়নি। ২০২০ সালে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

পিবিআই পরিদর্শক আরও জানান, ওই মামলায় তারেক জামিনে এসে পলাতক থাকায় সম্প্রতি তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

শনিবার (৩ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বংকুরা এলাকার নিজবাড়িতে থানা পুলিশের সহায়তায় অভিযান চালায় পিবিআই সদস্যরা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তারেককে গ্রেপ্তার করা হয়। পরে তারেকের দেয়া স্বীকারোক্তিমতে তার রান্না ঘরের মাটি খুরে চোরাইকৃত বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। তবে গুলি পুকুরের পানিতে থাকায় তা উদ্ধার করা যায়নি। এ ঘটনায় রাতেই তারেকের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp