বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে র‌্যাব-৮ সদস্যদের ত্রাণ বিতরণ, সামাজিক দূরত্ব রেখা অংকন, করোনা ভাইরাস প্রতিরোধী কর্মসূচী পালন

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে করোনা ভাইরাস প্রতিরোধী কর্মসূচী অব্যাহত রেখেছেন র‌্যাব-৮ এর সদস্যরা। দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, সামাজিক দূরত্ব রেখা অংকনসহ প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন তারা। এরই ধারাবাহিকতায় আয়-রোজগারের পথ সংকীর্ণ হয়ে যাওয়া দুস্থ এবং অসহায় মানুষের মাঝে আজ সোমবার বিকেলেও খাদ্যসামগ্রী বিতরণ করেছে র‌্যাব-৮।

এছাড়া করোনা ভাইরাস এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির ল্েয র‌্যাব-৮ এর উদ্যোগে বরিশাল নগরীর বিভিন্ন স্থানের ফার্মেসি, কাঁচাবাজার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা কাটার দোকানসমূহের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সাধারণ জনগণের সুবিধার্থে সামাজিক দূরত্ব রেখা/বৃত্ত অংকন করা হয়। অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বাড়ির বাইরে যাতায়াতের সময় মাস্ক ব্যবহার, হ্যান্ড গ্লাভস ব্যবহার, নিয়মিত সঠিকভাবে হাত ধৌতকরণসহ বিভিন্ন বিষয়ে প্রচারণা চালানো হয়েছে।

এসময় র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, মেডিকেল অফিসার মেজর মোঃ খালেদ মাহমুদ, ল-অফিসার এএসপি মোঃ ইফতেখারুজ্জামান, অপস্ অফিসার এএসপি মুকুর চাকমা উপস্থিত ছিলেন। এছাড়াও র‌্যাব-৮ এর অধীনে সকল জেলায় নিয়মিত রোবাস্ট পেট্রোলিং এর মাধ্যমে জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করার ল্েয টহল বিদ্যমান রয়েছে। র‌্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp