বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে শরু হয়েছে বিদ্যার আরাধ্য দেবী সরস্বতীর পূজা

স্টাফ রিপোর্টার :: বিদ্যার আরাধ্য দেবী সরস্বতীর পূজা শুরু হয়েছে আজ বুধবার থেকে। বরিশাল নগরীতে চলছে পূজার আয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাজানো হয়েছে বর্নিল সাজে।

পঞ্জিকামতে শুক্লা পঞ্চমী তিথি বুধ ও বৃহস্পতিবার। আজ বুধবার বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় নতজানু থাকবেন হিন্দু ধর্মাবলম্বীরা। জ্ঞানের আলো ছড়াতে অনুষ্ঠিত এই পূজার মাহাত্ম্য সবচেয়ে বেশি শিক্ষার্থীদের কাছে। উপোস করে অঞ্জলিতে ব্যস্ত থাকবেন তারা৷

এবার সরস্বতী পূজা দু’দিন৷ বুধবার-বৃহস্পতিবার দু’দিনই হবে বাগদেবীর আরাধনা৷ নগরীর হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে তারই আয়োজন।

এদিকে পঞ্চমীর দিন আজ সকালে এক দফা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর মেঘে ঢাকা রয়েছে আকাশ। সাথে কমেছে তাপমাত্রা। তবে এসব মাথায় নিয়েই আরাধ্য দেবীর উপাসনা শুরু হয়েছে নগরীর বিভিন্ন প্রান্তে।

পূর্বাভাস অনুযায়ী দক্ষিণাঞ্চলের সব জেলাতেই বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল বৃহস্পতিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

তবে সবকিছু উপেক্ষা করেই হিন্দু ধর্মাবলম্বীরা পূজার আয়োজন পালনে ব্যস্ত সময় পার করছেন। চলছে বিদ্যাদেবীর আরাধনা।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp