বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে সঞ্চয় সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শামীম আহমেদ ।। “অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ব কর” এ প্রতিপাদ্য নিয়ে বরিশালে সঞ্চয় ব্যুরো অফিস কর্তৃক আয়োজনে র‌্যালি ও আলো চনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৮ই) জানুয়ারী সকাল ১০ টায় নগরীর আশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে সঞ্চয় সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালি বেড় করে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গনে গিয়ে শেষ করেন।

বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে সঞ্চয় ব্যুরোর র‌্যালি শেষে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া,বরিশাল সঞ্চয় ব্যুরোর উপ-পরিচালক আবু তালহা।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার বিশ্বাস।

প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার,মোঃ জাকারিয়া বলেন, সঞ্চয় করলে আপনারা লাভবান হবেন সে সাথে দেশও লাভবান হবে।

আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে রাখেন এতে আপনারা দুঃ সময়ে সেই সঞ্চয়ের অর্থ কাজে লাগাতে পারবেন। এই মুজিব বর্ষে সঞ্চয় অধিদপ্তর দেশের উন্নয়নে ২৬ হাজার কোটি টাকার টার্গেট নিয়ে কাজ করবে।
সে কারনেই আপনারা সঞ্চয় রাখলে সরকার তার কাজের গতিশীল বাড়াতে পারবে পাশাপাশি দেশ দেখবে আলোর মুখ।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp