বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে সন্ধ্যার পরে ঔষধের দোকান ব্যতিত সকল দোকান বন্ধের নির্দেশ পুলিশের

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে সন্ধ্যার পর ঔষধ দোকান ছাড়া সকল ধরনের মার্কেট, বাজার, মুদি দোকান, ভাসমান বাজার ও চায়ের দোকান বন্ধ ও পাড়া-মহল্লার দোকানগুলো দুপুর দুটো’র মধ্যে বন্ধে নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান সন্ধ্যার পর ঔষধ দোকান ছাড়া সকল দোকান বন্ধ ও পাড়া-মহল্লার দোকানগুলো সকাল থেকে দুপুর দুটো’র মধ্যে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বরিশাল ক্রাইম নিউজকে বলেন- নগরীতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টি করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে সাধারণ মানুষ অকারণে ঘড় থেকে বাহির হতে পাবরে না। ফলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধ পাবে। করোনা প্রাদূর্ভাব মোকাবেলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ শুরু থেকেই কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ১০ জন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp