বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে সাপের কামড়ে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের মুলাদী উপজেলায় পানি বেড়ে লোকালয়ে প্রবেশ করা সাপের কামড়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ও দিনগত গভীর রাতে ওই দুইজনকে সাপে দংশন করে।

মারা যাওয়া দুইজন হলেন- উপজেলার নাজিরপুর ইউনিয়নের বানিমর্দন গ্রামের মৃত মহব্বত আলী সরদারের ছেলে নেছার উদ্দিন (৫০) ও গাছুয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রহিম সরদারের ছেলে খোরশেদ আলম (৩৩)।

মৃত নেছার উদ্দিনের পরিবার জানায়, বুধবার সকালে বিষধর সাপে কামড়ায়। পরে গ্রাম্য ওঝা দিয়ে ঝারফুক করা হয়। কিন্তু ওঝা বিষমুক্ত করতে ব্যর্থ হয়। এতে নেছারউদ্দিনের অবস্থার অবনতি হলে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালে পাঠান। পথিমধ্যে মীরগঞ্জ খেয়া ঘাটে পৌঁছুলে নেছারউদ্দিন মৃত্যুর কোলে ঢলে পড়ে।

অন্যদিকে কৃষ্ণপুর গ্রামের ডুমুরতলা এলাকার নিজ ঘরে সাপে কামড় দেয় খোরশেদ আলমকে। গ্রাম্য ওঝা দিয়ে ঝাড়ফুক করলেও কাজ হয়নি। অবস্থার অবনতি হলে তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp