বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে সাবেক সেনা সদস্যকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম

বাবুগঞ্জ প্রতিনিধি :: ভূমি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তার নির্দেশে বরিশালে সাবেক সেনা সদস্যকে সন্ত্রাসী দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।

স্থানীয় মসজিদের সভাপতি পদ নিয়ে বিরোধের জের ধরে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা গ্রামের সাবেক সেনা সদস্য জামাল হোসেনকে ( ৪৫ ) পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার বটতলা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনা স্থান পরিদর্শন করেছেন এয়ারপোর্ট থানার এ এস আই আউয়াল। আহত জামাল হোসেন চাঁদপাশা গ্রামের মৃত আমজেদ আলী হাওলাদারের ছেলে।

আহতের পরিবার ও স্থানীয়রা জানান, বেলা তিনটার দিকে বটতলা জামে মসজিদের নামাজ শেষে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন সাবেক সেনা সদস্য জামাল । চাঁদপাশা বটতলা নামক স্থানে পৌছলে একই এলাকার মৃত আবদুল রশিদ হাওলাদারের পুত্র, ঝালকাঠি জেলা পুলিশের রাজাপুর থানায় কর্মরত উপ পরিদর্শক আল মামুনের টেলিফোনিক নির্দেশে মৃত আবদুল রশিদ হাওলাদারের ছেলে ফয়সাল (২৮ ), শামীম (৩৫), লতিফ হাওলাদারের পুত্র সৈকত , সাহেদ (৩০) ও বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নে কর্মরত ভূমি কর্মকর্তা আব্দুল গনি হাওলাদারের পুত্র মাসুদ করিম (৪০)সহ আরও ২/৩ জন হাতুড়ি লাঠিসোটা নিয়ে হামলা করে। এক পর্যায়ে দেশীও অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।

এতে তার মাথায় মারাত্মক জখম হয়। জামালের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় একাধিক মুসুল্লিরা বলেন, আহত জামাল বটতলা জামে মসজিদের সভাপতি তিনি নামাজের আগে মসজিদের উন্নয়নের কথা উল্লেখ করেন। পাশাপাশি মসজিদ কমিটির উদ্দেশ্যে সকল সদস্যদের দ্রুত টাকা পরিশোধ করতে বলেন । এসময় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা কিছু না বলে নামাজ শেষে জামালের উপর সন্ত্রাসী হামলা চালায়।

এঘটনায় এয়ারপোর্ট থানায় অফিসার ইনচার্জ ( ওসি) এস এম জাহিদ বিন আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp