বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে স্ত্রীর যৌতুক মামলায় এএসআইকে জেল হাজতে প্রেরণের নির্দেশ


ক্রাইম নিউজ ডেস্ক :: স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পুলিশের এএসআই মোঃ ইসা খানকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। ইসা খান বর্তমানে ভোলা পুলিশ লাইনে কর্মরত।

বৃহস্পতিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ মো. আবুল শামীম আজাদ ওই নির্দেশ দেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, কাশিপুর পোস্ট অফিসের অধিবাসী শাহনাজ আফরোজের সাথে ২০১৭ সনের ২১ অক্টোবর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর পুলিশের এএসআই মো. ইসা খান ৫ লাখ টাকা যৌতুক দাবী করেন। যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে স্ত্রীকে প্রায়ই মারধর করে বাবার বাড়ী পাঠিয়ে দেন। ২০২০ সনের ১ জানুয়ারি শাহনাজ পারভীন বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশের এএসআই মো. ইসা খানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন।

গতকাল ওই এএসআই আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp