বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে স্থানীয় পত্রিকার ছড়াছড়ি, নিয়মিত প্রকাশ পাচ্ছে কয়টি? তদন্ত শুরু

খন্দকার রাকিব ॥ প্রশাসনের সঠিক তদারকির অভাবে মান হারাচ্ছে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো। বেশিরভাগ ক্ষেত্রে পত্রিকাগুলোতে প্রকাশিত সংবাদের ভিত্তি নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এমনকি সেই সব সংবাদ বিশেষ করে পাঠক মহলেও বিভ্রান্তির সৃষ্টি করছে। তাছাড়া অনুমোদনপ্রাপ্ত পত্রিকাগুলোর অধিকাংশই নিয়মিত প্রকাশ পাচ্ছে না। অবশ্য অভিযোগ রয়েছে, স্থানীয় অধিকাংশ পত্রিকাতেই পর্যাপ্তসংখ্যক স্টাফ নেই। যে কারণে পত্রিকাগুলোর এমন দৈন্যদশা। এমতাবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পত্রিকা হাউজগুলোকে তদারকির উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিনিয়ত প্রকাশ বা নির্দেশনা মানছে না এমন পত্রিকাগুলোর বিরুদ্ধে তদন্তেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে জেলা প্রশাসকের নির্দেশে একটি টিম হাউজগুলোর খোঁজ-খবর নিচ্ছে। এমনকি কোন্ কোন্ পত্রিকা প্রকাশ পাচ্ছেনা তারও দিন-ক্ষণ লিপিবদ্ধ করা হচ্ছে। পরবর্তীতে এসব পত্রিকার বিরুদ্ধে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে, প্রশাসনের তদন্তে কোনো পত্রিকা ‘ব্ল্যাকলিস্ট’-এ আসলে সেটির ভবিষ্যত অন্ধকার হয়ে যেতে পারে (!) কিন্তু সেই তদন্ত কমিটি প্রাথমিকভাবে কোন পত্রিকার বিরুদ্ধে প্রকাশনা আইন না মানার অভিযোগের প্রমাণ পেয়েছে কিনা, সেই বিষয়টি আপাতত খোলাসা করতে চাইছে না। এমন বাস্তবতায় খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে, এ যাবতকাল পর্যন্ত বরিশাল জেলা প্রশাসন ৪৭টি পত্রিকার ডিক্লিয়ারেশন দিয়েছে। যার মধ্যে একটি সাপ্তাহিক ও একটি মাসিক পত্রিকাও রয়েছে। যদিও সরকারি মিডিয়াভুক্ত পত্রিকার সংখ্যা ১৬টি। মূলত এই পত্রিকাগুলোর অধিকাংশই নিয়মিত প্রকাশ না পাওয়ার অভিযোগ অনেক আগেই জেলা প্রশাসন পেয়েছিল। তাছাড়া পত্রিকাগুলোর সার্বিক অবস্থা যে বেহাল, সে বিষয়টি খোদ জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান নিজেই প্রত্যক্ষ করেছেন। যার দরুণ সমসাময়িক সময়ে বরিশাল প্রেসক্লাবে একটি সভায় জেলা প্রশাসক নিজেই প্রকাশ্যে পত্রিকার মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কপি-পেস্ট নির্ভর হয়ে পড়েছে বরিশালের পত্রিকাগুলো, এ কথা জানিয়ে তিনি ক্ষোভও প্রকাশ করেছিলেন। সূত্রের খবর হচ্ছে, সেই দিনের ঘোষণার পরপরই জেলা প্রশাসক পত্রিকাগুলোর গতিবিধির ওপর নজর রাখছিলেন। পাশাপাশি আইন মেনে প্রকাশনায় প্রত্রিকাগুলোকে কিভাবে বাধ্য করা যায় সেই বিষয়টি নিয়েও ভাবছেন তিনি। কিন্তু জেলা প্রশাসন এই বিষয়টিতে কতটা সফল হবে তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। কারণ বরিশাল মিডিয়ার অধিকাংশ পত্রিকাগুলোর আর্থিক দৈন্যতার বিষয়টি কারোরই অজানা নয়। প্রতি মাসে পত্রিকা মালিককে অন্তত লাখ টাকার ওপরে গচ্চা দিতে হচ্ছে। সময় বিশেষ সেই ভর্তুকির পরিমাণ দ্বিগুণও দিতে হয়। সব থেকে কমসংখ্যক জনবল নিয়ে প্রকাশ হওয়া পত্রিকাগুলোর মালিককেও ক্রমাগত লাখ টাকার কাছাকাছি লোকশান গুণতে হচ্ছে। এর কারণ হচ্ছে, বরিশাল বিভাগীয় শহর হলেও আয়তনে খুবই ছোট এটি। তাছাড়া সিটি করপোরেশনের আওতাও বেশি একটা বড় নয়। নেই কোন কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠান। যে কারণে এতগুলো পত্রিকা অল্পসংখ্যক পাঠক মহল গ্রহণ করতে পারছে না। এছাড়া রাজধানী ঢাকা থেকে প্রকাশিত ১০টির বেশি জাতীয় দৈনিকও বরিশালে জায়গা করে নিয়েছে। ফলে বরিশাল থেকে নতুনভাবে প্রকাশনায় আসা পত্রিকাগুলো সুবিধা করতে পারছে না। এছাড়াও আঞ্চলিক পত্রিকাগুলোতে বিজ্ঞাপনের সংখ্যাও দিন দিন কমে আসছে। পত্রিকার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় অনেক কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান বিজ্ঞাপন দেয়া থেকে বিরত থাকছে। বছরে ২/৪ টি উৎসবে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা বিজ্ঞাপন দিলেও কাঙ্খিত পেমেন্ট পাওয়া যাচ্ছে না। সবকিছু মিলিয়ে বলতে গেলে বরিশাল মিডিয়ায় এখন অস্থিরতা বিরাজ করছে। যে কারণে লোকসান থেকে সেইভ সাইডে থাকতে অধিকাংশ পত্রিকা মাঝে মধ্যেই প্রকাশনায় যাচ্ছে না। যদিও এমন সিদ্ধান্ত বিধিবহির্ভূত, কিন্তু কে দেখে বা কে মানে। আবার অনেকে পত্রিকাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে শুরু করে দেন চাঁদাবাজি, ভূমিদস্যুতা। এসব বিষয়াদি সম্পর্কে জেলা প্রশাসনও ওয়াকিবহাল। সূত্রমতে, বরিশালে মানসম্মতভাবে পত্রিকা প্রকাশ করার জন্য পর্যাপ্ত সংবাদকর্মী, প্রুফরিডার, দক্ষ কম্পিউটার ম্যান, কম্পোজার, ডামি-ম্যান, পেস্টার ইত্যাদির সংখ্যা হাতেগোনা কয়েকজন। তাই প্রতিদিন একই ব্যক্তি একাধিক পত্রিকায় দৌড়ঝাঁপ করে পত্রিকা প্রকাশনায় শ্রম দিয়ে পত্রিকা প্রকাশ করেন। যার ফলে পত্রিকার মান ঠিক থাকে না। পত্রিকাগুলোতে সঠিক সংবাদ প্রকাশ ও নির্ভুল ছাপাও হয় না। যে কারণে মানসম্মত পত্রিকা বের করা এখন দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পত্রিকা কর্তৃপক্ষের জন্য। জানা গেছে, লোকসানের ভার কমানোর জন্য অনেক পত্রিকা ৪/৫ জন মিলে অর্থ বিনিয়োগ করে প্রকাশ করেন। অনেক ক্ষেত্রে প্রকাশনা বন্ধ হয়ে যায়। নিয়মিত ও পর্যাপ্ত বেতন ভাতা না দিতে পারায় অনেক সময় স্টাফ সংকটে প্রকাশনা বন্ধ থাকে অনেক পত্রিকার। তাছাড়া, পত্রিকার প্রতিদিনের খরচ যেমন কাগজ, কালি, ট্রেস পেপার ইত্যাদির টাকা নিয়মিত পরিশোধ না করতে পারায়ও প্রকাশনা বন্ধ থাকে। এসকল বিষয়ে বরিশাল থেকে প্রকাশিত সাহসী বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক নিকুঞ্জ লাল বালা বলেন, বরিশালের বেশিরভাগ পত্রিকাগুলো নিজেদের স্বার্থ হাসিলের জন্য রাজনৈতিক দলের লোক বা ব্যবসায়ীরা প্রকাশ করেন। যার ফলে পত্রিকায় প্রকাশিত সংবাদের মান ঠিক থাকেনা বা সঠিক সংবাদও প্রকাশ পায় না। আবার যখন দেখে পত্রিকা চালিয়ে কোন লাভ নেই তখন তারা পত্রিকাগুলো নিয়মিত প্রকাশ না করে সপ্তাহে বা মাসে একবার প্রকাশ করেন। প্রকৃত সাংবাদিকরা যদি সংবাদপত্র প্রকাশ করতেন তাহলে এমন সমস্যায় পড়তে হত না। তিনি আরও বলেন, বরিশালের স্থানীয় পত্রিকাগুলোর প্রতি বরিশাল জেলা প্রশাসকের নজর দেয়া খুবই জরুরি হয়ে পড়েছে। বরিশাল থেকে প্রকাশিত বরিশাল সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ¦ কে.এম তারেকুল আলম অপু বলেন, বরিশাল থেকে যে সকল পত্রিকা প্রকাশ করা হয় তার বেশিরভাগই আর্থিক গচ্চা দিয়ে প্রকাশ করে কর্তৃপক্ষ। কারণ বরিশাল ছোট্ট শহর। যার ফলে শহরে তেমন কোন বিজ্ঞাপনী সংস্থা নেই। আর থাকলেও সব পত্রিকায় তা দিতে পারেননা বিজ্ঞাপনদাতারা। যার ফলে নিয়মিত পত্রিকা প্রকাশ করতে পারে না পত্রিকা কর্তৃপক্ষ। আবার অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা চালানোর জন্য অনেক সময় পত্রিকা প্রকাশ করে থাকেন। যার কারণে তাদের প্রয়োজন মতই তারা পত্রিকা প্রকাশ করেন। ব্যবসায়ীদের দিয়ে পত্রিকা প্রকাশ করার ফলে পত্রিকায় প্রকাশিত সংবাদের মানও ঠিক থাকেনা। প্রকৃত সাংবাদিকরা যদি পত্রিকা প্রকাশ করতেন তাহলে এমন সমস্যা হতোনা। এক্ষেত্রে বরিশাল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান বলছেন, বরিশাল মিডিয়ার দৈন্যতার বিষয়টি অনেক আগেই নিশ্চিত হয়েছেন। বিশেষ করে অধিকাংশ পত্রিকায় প্রায় একই ধরনের সংবাদ প্রকাশ হওয়ায় তিনি হতাশাও প্রকাশ করেন। মূলত সেই বিষয়টি মাথায় রেখেই প্রকাশনার ক্ষেত্রে আইন লঙ্ঘন করা পত্রিকাগুলোর বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন। তিনি আরও বলেন, নিশ্চিত হওয়া গেছে বেশ কয়েকটি পত্রিকা নিয়মিত প্রকাশ হয়না, নিয়মিত প্রকাশ না হওয়া পত্রিকাগুলোর ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp