বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে ২১ বিএনপি নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ

বরিশাল ক্রাইম নিউজ ডেস্ক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ এর ভোট গ্রহণ চলাকালে ভোট কেন্দ্রে প্রবেশ করে হামলা করায় ২১ বিএনপি নেতাকর্মীর জামিন না মঞ্জুর করা হয়েছে। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়। গতকাল বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ ওই নির্দেশ দেন।

যাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তারা হচ্ছেন- মো. কাওসার হোসেন, মো. রাজীব, মো. আনিচ, নান্টু, মো. মাসুদ, মো. আনিচ তালুকদার, মো. মামুন হোসেন ঢালী, মো. বাচ্চু ঢালী, মো. কামরুল, মো. সোহেল, মো. শামীম মোল্লা, মো. এবায়েদুল হক, মো. আরিফ, মো. আনিচুর রহমান, মো. শাওন বয়াতী, মো. আসলাম হাওলাদার, মো. হারুন চৌধুরী, মো. কালাম বেপারী. মো. জামাল বেপারী, মো. মিরাজ, হাকিম, মো. ইমরান।

মামলার নথি সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ সনের ৩১ ডিসেম্বর ৪নং চাঁদপাশা ইউনিয়ন কেন্দ্রের চাদপাশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন চাঁদপাশা ইউপি মাধ্যমিক বিদ্যালয়, চন্দিপুর ভোট কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন বাদী মো. মনোয়ার হোসেন।

২০১৮ সনের ৩১ ডিসেম্বর সকাল বেলা ভোটগ্রহণ চলাকালে দুপুর ১২ টায় ২০ থেকে ২৫ জন আসামি বাদীর উক্ত ভোট কেন্দ্রে লাঠিসোঁটা-রামদা নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেন এবং ভয়ভীতি দেখিয়ে সরকারি কাজে বাধা প্রদান করেন। আসামিরা বাদীকে হত্যার উদ্দেশে পিটিয়ে আহত করেন। একই সময় বাদীর মাথায় আঘাত করেন। ভোট কেন্দ্রের দরজা-জানালাও ভাংচুর করেন তারা।

এ ব্যাপারে বাবুগঞ্জের চাঁদপাশা কুমারিহার পিট জাহিদপাড়া সরকারি প্রাইমারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন বাদী হয়ে ২০১৯ সনের ৩০ মে মামলা দায়ের করেন। ২০১৯ সনের ৪ জুন এয়ারপোর্ট থানার এসআই মো. বশির মামলার চার্জশিট দেন। আসামিরা গতকাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক ২১ জন আসামিকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp