বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশাল নদী বন্দর নৌযানশূন্য

অনলাইন ডেস্ক :: ১১ দফা দাবি‌তে পূর্ব‌ঘোষণা অনুযায়ী লাগাতার কর্ম‌বিরতি শুরু ক‌রে‌ছে বাংলা‌দেশ নৌযান শ্র‌মিক ফেডা‌রেশন। শুক্রবার (২৯ নভেম্বর) মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে নদীবন্দর ও লঞ্চ টার্মিনালগুলো নৌযান শূন্য দেখা গেছে। দুর্ভোগের শিকার হচ্ছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। অনেকে ঘাটে এসে ফিরে যাচ্ছেন।

আজ শ‌নিবার (৩০ নভেম্বর) ভোর থে‌কে ব‌রিশাল নদী বন্দর থেকে কোনও গন্ত‌ব্যে ছে‌ড়ে যায়‌নি স্থানীয় রু‌টের যাত্রীবা‌হী কোনও নৌযান। এসব নৌযান পন্টুন থে‌কে স‌রি‌য়ে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে। এ কার‌ণে বি‌ভিন্ন গন্ত‌ব্যে যাওয়ার জন্য নদী বন্দ‌রে এ‌সেও যে‌তে পা‌রেন‌নি যাত্রীরা।

বাংলা‌দেশ নৌযান শ্র‌মিক ফেডা‌রেশনের ‍আঞ্চলিক যুগ্ম সাধারণ সম্পাদক ‍একিন ‍আলী জানিয়েছেন, ‘দাবি না মানা পর্যন্ত কর্ম‌বিরতি অব্যাহত থাক‌বে।

নৌপ‌থে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ, নৌশ্র‌মিক‌দের খাদ্য ভাতা প্রদান, সরকার ঘো‌ষিত গে‌জেট মোতা‌বেক বেতন প্রদান, ভারতগামী শ্র‌মিক‌দের ল্যা‌ন্ডিং পাস প্রদান, নৌশ্র‌মিক‌দের সামা‌জিক নিরাপত্তা নি‌শ্চিত ও মৃত্যুকা‌লীন ভাতা ১০ লাখ টাকা নির্ধারণসহ ১১দফা দাবি‌তে এই আ‌ন্দোলন শুরু ক‌রে‌ছে নৌ শ্র‌মিকরা।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp