বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশাল বিভাগে নতুন করে ৫০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৬০৬

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশাল জেলায় ৪০ জন, পটুয়াখালীতে দু’জন, পিরোজপুরে তিনজন, ঝালকাঠি জেলায় তিনজন ও বরগুনায় দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এনিয়ে বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ৬০৬ জনের শরীরে করোনা শনাক্ত হলো। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের।

সোমবার (১ জুন) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্রে জানা গেছে, বিভাগের বরিশাল জেলায় সবচেয়ে বেশি ৩১৯ জন, পিরোজপুরে ৬৯ জন, বরগুনায় ৬৬ জন, পটুয়াখালীতে ৬০ জন, ভোলায় ৪৩ জন ও ঝালকাঠিতে ৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের ১০ উপজেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভোলার লালমোহন উপজেলা, ঝালকাঠি জেলার কাঁঠালিয়া ও নলছিটি উপজেলা, পিরোজপুরের নাজিরপুর উপজেলা, পটুয়াখালী সদর উপজেলা, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা, বরগুনা জেলার আমতলী ও বেতাগী উপজেলা এবং বরিশালের মুলাদী উপজেলা রয়েছে।

বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp