বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেচ্ছাসেবী সংগঠন STEPS’র সদস্য বাছাই শুরু

অনলাইন ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেচ্ছাসেবী সংগঠন ‘STEPS Towards Menstrual Hygiene’র সদস্য বাছাই কার্যক্রম শুরু হয়েছে। মাসিককালীন সময়ে মেয়েদের সঠিক পরিচর্যা ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতার জন্য গঠিত সেচ্ছাসেবী সংগঠন ‘STEPS Towards Menstrual Hygiene’র উদ্যোগে

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল দশটায় বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল ভবনে এ কার্যক্রম শুরু হয়। এতে প্রধান বক্তা ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শেখ হাসিনা হলের প্রোভোস্ট দিল আফরোজ খানম।

এ সময় উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, মাসিককালীন সময়ে সঠিক পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পরিচর্যা ও পরিচ্ছন্নতার অভাবে বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ ঘটে যা আক্রান্ত ব্যাক্তি ছাড়াও অন্যদের মারাত্মক স্বাস্থ্য ঝুকিতে ফেলে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ছাত্র গোলাম রাব্বানী এবং সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র মুজাহিদুল ইসলাম তিমু। এ সময় বক্তারা মাসিককালীন পরিচর্যার বিভিন্ন দিক তুলে ধরে এ ব্যাপারে সবাইকে সচেতন করেন। উক্ত অনুষ্ঠানে ‘STEPS’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp