বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশাল-৩ আসনে সাধারনের ভাবনায় আতিকুর রহমান

সাইফুল ইসলাম বাবুগঞ্জ ঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনটিতে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। কোন প্রার্থী শিক্ষায় এগিয়ে,কার ইমেজ ভাল,কে জনবান্ধব,কে ইতিপূর্বে এলাকার উন্নয়নে কতটুকু ভূমিকা রেখেছেন বা রাখতে পারবেন,আগামীতে কে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন বেশি হবে তা নিয়ে চলছে ভোটারদের মাঝে চুলচেরা বিশ্লেষন। সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের এমন ভাবনার মাঝে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে দলমত নির্বিশেষে জনসাধারণের প্রার্থী হতে চান বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক, ব্যবসায়ী আতিকুর রহমান আতিক। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আতিকুর রহমান আতিক প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন। দীর্ঘ দিন ধরে তিনি নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। একই সঙ্গে তৃণমূলের সাধারণ মানুষের সাথে নিবির সম্পর্ক স্থাপন করে তাদের সমস্যা সমাধানে, সুখে কিংবা দুঃখে পাশে থাকছেন যখন যেভাবে পারছেন পাশে দায়িছেন। বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যান মন্ত্রীর কাছের লোক হিসেবে পরিচিত,বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ইতিমধ্যেই নিজ নির্বাচনী এলাকা বাবুগঞ্জ-মুলাদীর মানুষের সাথে একের পর এক গণসংযোগ,মতবিনিময়,সভা-সমাবেশের মধ্যে দিয়ে তাদের কাছে যেতে সক্ষম হয়েছেন। প্রতিনিয়তই ছুঁটছেন নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়ন পাড়া-মহল্লায়। চলতি মাসে তিনি বাবুগঞ্জ-মুলাদীর আসনের বাবুগঞ্জের রহমতপুর, কলেজ গেট, কেদারপুর, নতুনহাট, চাঁদপাশার বটতলা রেইনট্রিতলা, বাবুগঞ্জ বাজার, রহমতপুর বাজার, রাহুতকাঠী বাজার, মুলাদী উপজেলার কাজিরচর, প্যাদার হাট, খাসের হাট, নবাবের হাট, মুলাদী বাজার, রেইনট্রি তলা, চরকালেখাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও মোটর সাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করেছেন। এসময় যোগ দিয়েছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে। বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ হয়ে উন্নয়নের মানুষিকতা নিয়ে প্রতিটি সভা-সমাবেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী এই মানুষটি তুলে ধরছেন বর্তমান সরকারে উন্নয়নমূলক কর্মকান্ড ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা ইতিবাচক কাজের ফিরিস্থি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে মানুষ আমাকে সমর্থন দিবেন। খোঁজ নিয়ে জানাগেছে, জনপ্রতিনিধি না হয়েও বাবুগঞ্জ-মুলাদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যান্ত জনপদের ব্যাপক উন্নয়ন করেছেন। আর এ অসাধ্যকে সাধন করেছেন একমাত্র ওয়ার্কাস পার্টির সভাপতি ও বাংলাদেশ সরকারের সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেনন’র সরাসরি সহযোগিতায়। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন মুলাদী-বাবুগঞ্জের বিভিন্ন ইউনিয়নে প্রায় ৪৫ কিলোমিটার রাস্তা নির্মাণ করে দিয়েছি। যা কোন জনপ্রতিনিধির পক্ষে সম্ভব হয়নি। নদী ভাঙ্গনের হাত থেকে বাঁচাতে ভাঙ্গন প্রতিরোধে বিভিন্ন সময় নদীতে বাঁশের খাঁচা, জিও ব্যাগ ফেলে নদী ভাঙ্গন প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করেছি এবং ভাঙ্গন কবলিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছি। এছাড়াও উন্নয়নের তালিকায় রয়েছে মুলাদী-বাবুগঞ্জে বহু মস্জিদ মাদ্রসা,স্কুল-কলেজের একাডেমিক ভবন নির্মান, ভবনের বর্ধিত করণ, আবুল কালাম ডিগ্রি কলেজে ছাত্রাবাস নির্মাণ, কবি আবু জাফর ওবায়দল্লাহ্ পাঠাগাঢ় নির্মাণ, নিজ ইউনিয়ন দেহেরগতির পৈত্রিক জমিতে গরিব এবং অসহায় মানুষের চিকিৎসা সেবার নিশ্চিত করনের লক্ষ্যে ১০ শয্যার বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল এবং মন্ত্রী রাশেদ খান মেনন-এমপি’র নামে একটি দ্বিতল কমিউনিটি সেন্টার স্থাপন করেছেন। রাস্তা উন্নয়নের জন্য বন ও পরিবেশ মন্ত্রনালয়ের জলবায়ু প্রকল্প থেকে ৪ কোটি টাকা বরাদ্দের ব্যবস্থাও করে দিয়েছেন তিনি। শুধু এসবই নয়, বাবুগঞ্জ এবং মুলাদী উপজেলা জুড়ে আতিকুর রহমান এর বহু উন্নয়ন কর্মকান্ডের চিত্র ফুটে উঠেছে। আতিকুর রহমান বলেন জনসেবা করতে চেয়াম্যান, এমপি, কিংবা মন্ত্রী হওয়া লাগেনা, মানব সেবায় দরকার সুন্দর ও সৃষ্টিশীল একটি মনের। সদিচ্ছাই পারে সমাজ সেবায় অবদান রাখতে। খোঁজ নিয়ে জানাগেছে, দল-মত নির্বিশেষে আতিকুর রহমানকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন বাবুগঞ্জে সাধারণ মানুষ । আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আতিকুর রহমানকে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ। উপজেলা সাধারণ নাগরিকের ভাবনা, আতিকুর রহমান নির্বাচিত জন প্রতিনিধি না হয়েও বাবুগঞ্জকে উন্নয়নের জনপদের সৃষ্টি করেছেন। নির্বাচিত জনপ্রতিনিধি হলে এলাকায় উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp