বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বসতঘর থেকে বের হলো একে একে ১৫ গোখরা

অনলাইন ডেস্ক :: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের একটি বসতঘর থেকে একটি গোখরা সাপ, ১৪টি গোখরা সাপের বাচ্চা ও ২১টি ডিমের খোলস উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে কলবাড়ি গ্রামের হরপ্রসাদ মন্ডলের বসতঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

হরপ্রসাদ মন্ডল বলেন, বুধবার আমাদের এখানে মনসা পূজার আয়োজন করা হয়। ওইদিন একটি সাপের বাচ্চা দেখা যায়। পরদিন বৃহস্পতিবার তিনটি সাপের বাচ্চা একসঙ্গে দেখা যায়। সাপের বাচ্চা তিনটি পিটিয়ে মারা হয়। এরপর সাপের চলাচলের পথ দেখে সন্দেহ হচ্ছিল এখানে আরও সাপ রয়েছে। শেষ পর্যন্ত ঘরের মেঝেতে একটি মা গোখরা, ১৪টি বাচ্চা ও ২১টি সাপের ডিমের খোলস পাওয়া গেছে।

এ বিয়ষে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, তিনটি সাপের বাচ্চা মেরে ফেলার পর সন্দেহ হয়। পরে বেদেদের ডেকে ঘরের বেড়া খুলে ফেলেন হরপ্রসাদ মন্ডল। এরপর মাটি খুঁড়ে একে একে ১৪টি সাপের বাচ্চা ও ২১ টি সাপের ডিমের খোলস পাওয়া যায়। মা গোখরাটিকে জীবিত উদ্ধার করা হলেও বাচ্চাগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp