বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বাউফলে স্বেচ্ছাসেবক লীগের ধান কাটা কর্মসূচি পালিত

তোফায়েল ইসলাম মিশু, বাউফল প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতৃত্বে সারা দেশের ন্যায় পালিত হলো কৃষকের ধান কাটা কর্মসূচি।

আজ (২ মে) রবিবার সকাল ১১টায় স্থানীয় মদনপুরা ইউনিয়নের মধ্য মদনপুরা গ্রামের জুয়েল মুন্সি নামের এক কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন বাউফল উপজেলা সেচ্ছাসেবক লীগের নেত্রীবৃন্দরা।

ধান কাটা কর্মসূচীতে অংশ নেয় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সিকদার, সহ-সভাপতি মো.আমিরুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজান ঢালী, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল কালাম লিটন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাবেক বাউফল উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. ইউনুচ খাঁন, ৮নং মদনপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. জুয়েল, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হারুন অর রশিদ খাঁন বলেন, করোনা মহামারির কারনে কৃষকেরা আজ শ্রমিক সংকটে পড়েছে। ধান কাটার জন্য কোথাও কোন শ্রমিক পাওয়া যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী কৃষক বান্ধব নেত্রী দেশরত্ন শেখ হাসিনা অসহায় কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। আমরা দলীয় নির্দেশ পালন করার জন্য উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের নিয়ে এ কর্মসুচি পালন করছি। আগামী দিনেও এমন কর্মসূচি চলমান থাকবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp