বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বানারীপাড়া-উজিরপুর হবে এক সুশিক্ষিত ও আদর্শ জনপদ : এমপি শাহে আলম

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি :: বরিশালের বানারীপাড়ায় নবনির্মিত ৩টি স্কুল ভবন ও সাইক্লোন শেল্টারের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন উজিরপুর ও বানারীপাড়া উপজেলাকে শিক্ষার দিক দিয়ে মডেল উপজেলায় রূপান্তর করা হবে।

রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের এক সাড়াপাড়ায় ৩ কোটি, ৪১ লাখ, ৩৮ হাজার ৮৫২,৮২ টাকা ব্যয়ে তৃতল বিশিষ্ট দূর্যোগ আশ্রয়ন কাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন, বেলা সাড়ে ১১টায় চাখার ইউনিয়নের খলিসাকোঠায় ৩ কোটি ৫১ লাখ ৩৯ হাজার ৩৬৬, ৫৭ টাকা ব্যয়ে তৃতল বিশিষ্ট দূর্যোগ আশ্রয়ন কাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন ও দুপুর ১২টায় একই ইউনিয়নের সোনাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৯২ লাখ, ৬০ হাজার, ১১৮ টাকা ব্যয়ে নতুন দ্বিতল বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন । পরে তিনি চাখার সরকারী ফজলুল হক কলেজে ৬ তলা বিশিষ্ট নির্মাণাধীণ ভবনের কাজের খোঁজ-খবর নেন। এরপরে তিনি কলেজের বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন।

এসময় তার সফরসঙ্গি হিসেবে উপস্থিত ছিলেন, , বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, কার্যনির্বাহী সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, মাস্টার সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সংসদ সদস্যের এপিএস মো. জসিম মোল্লা, চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক হাওলাদার, সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন, সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মনির হোসেন বিশ্বাস, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, সম্পাদক মো. সুজন মোল্লা, সাতলার ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার লিটন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুল কবির মিঠুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেন, ঢাকা উত্তর সিটি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. সাইফুল ইসলাম, যুবলীগ নেতা রুথেন মিয়া, রিয়াজ হোসেন, শিক্ষক হায়দার আলী, উপজেলা ছাত্রলীগ নেতা মনির হোসেন, সুমন সিদ্দিকি, চাখার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, যুগ্ম-সম্পাদক তৌসিফ আহম্মেদ শাহিন, চাখার কলেজ শাখা ছাত্রলীগ নেতা ফাহাদ হোসেন প্রমূখ।

পরে চাখার কলেজ ছাত্রলীগের অর্ধ শতাধিক নেতৃবৃন্দ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপির সাথে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন। এসময় সংসদ সদস্য মোঃ শাহে আলম ছাত্রলীগ নেতা- কর্মীদের লোভ-লালসার উর্ধ্বে উঠে বঙ্গবন্ধুর সোনারবাংলা বিনির্মাণে ভূমিকা রাখার পরামর্শ দেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp