বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বাবুগঞ্জে ইটভাটায় ৪ জনকে কারাদন্ড, দেড় লাখ টাকা জরিমানা

জহিরুল ইসলাম :: বরিশালের বাবুগঞ্জে মেসার্স এল আই এস ব্রিক্সের ৪ জনকে কারাদন্ড এবং ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল হালিম এ রায় দেন।

জানা গেছে- সময় লাইসেন্স ব্যতিত ইট প্রস্তুত ও মাটির ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাসকরণের দায়ে মোঃ রমজান মোল্লাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। একইভাবে মোঃ আলমগীর হোসেনকে ৩ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। মোঃ মোস্তফা সিকদার ও মোঃ সবুজকে ৩ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে উভয়কে আরও ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল হালিম বলেন- জেলা প্রশাসনের ছাড়পত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকবে না তাদের আইনের আওতায় আনা হবে। এবং সকল অবৈধ ইটভাটার উপর এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp