বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বাবুগঞ্জে পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত

বাবুগঞ্জ প্রতিনিধি :: বহুল আলোচিত পার্বত্য শান্তি চুক্তির ২৩ তম বার্ষিকী পালন উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালের সভাপতিত্বে ও যুগ্ন-সম্পাদক খন্দকার কামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন , উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, সহ-সভাপতি আঃ মন্নান হাওলাদার, শাহিনুর ইসলাম সিকদার, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, আঃ মতিন রাঢ়ী, যুগ্ন-সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মৃধা আক্তার উজ জামান মিলন, দফতর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুর রহমান, ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান নূরেআলম বেপারী, তারিকুল ইসলাম, জয়নাল আবেদিন, যুবলীগের সাধারন সম্পাদক মাসুদ করিম লাভু, সহ-সভাপতি সাগর কাজী, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান, সেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি অধ্যাপক ইসমাইল হোসেন, আব্দুর রশিদ মোল্লা, ইউসুফ আলী খান, সাধারন সম্পাদক হাফিজুর রহমান স্বপন, মাহবুব আলম মাসুম মৃধা, ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, ওবায়দুল হক জুয়েল, ফায়জুল হক মুন্না, জহিরুল হাসান মুরাদ, মামুনুর রশীদ সুমন, আবু সালেহ সৌরভ প্রমূখ।

উল্লেখ্য , দীর্ঘ প্রায় দুই দশকের সংঘাত বন্ধে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকারের পক্ষে তখনকার চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর সঙ্গে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস এর সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। শান্তি চুক্তির পর থেকে পাহাড়ি এলাকায় শান্তির সুবাতাস বইতে শুরু করে। শুরু হয় উন্নয়ন কর্মকান্ড। শান্তি চুক্তির ফলে প্রাথমিকভাবে শান্তি বাহিনীর সদস্যরা অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সরকার তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp