বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বামনায় ৫ শতাধিক কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মোঃ জহিরুল আলম রুমি, বামনা (বরগুনা) সংবাদদাতাঃ দক্ষিণ বঙ্গের বরগুনার বামনা উপজেলার ০৪টি ইউনিয়নে করোনায় কর্মহীন অসহায় ৫শতাধিক পরিবারের মাঝে নিজ অর্থায়ণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করেন বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান রিমন।

এ সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান রুমানা রুমি, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন জমাদ্দার, বাংলাদেশ নৌবাহিনীর কনন্টেজেন কমান্ডার আরিফিন, বামনা থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোশাররফ হোসাইন জমাদ্দার, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান ছগির, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, রামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ খালেক জমাদ্দার, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিজান, আ’লীগের যুগ্ম-সম্পাদক জসিম উদ্দিন পিন্টু, যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার প্রমুখ।

সংসদ সদস্য বলেন, আল­াহ একমাত্র রিজিকদাতা ও পরমদয়ালু, এই ত্রাণ গরিবের আমানত ও অসহায় মানুষের হক। যারা সমাজের সত্যিকারে অবহেলিত তারাই প্রাপ্য। সরকারি ত্রাণ/এনজি ত্রাণ/কারও ব্যক্তিগত ত্রাণ নিয়ে অসহায় মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিন খেলবে বা যারা ত্রাণ আত্মসাৎ করবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp