বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বিআরইউ’র আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ::: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিকতাকে সংকুচিত করার অপপ্রয়াস বন্ধ ও সাংবাদিকদের বিভিন্ন ধরনের ঝুঁকি লাঘবের দাবি জানিয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বুধবার (০৩ মে) সকাল সাড়ে ১০ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। যা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে বেলা ১১ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আর বেগম স্মৃতি মিলনায়তনে সাংবাদিকতার স্বাধীনতা চাই স্লোগান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহার সঞ্চালনায় সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিছুর রহমান খান স্বপন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সহ-সভাপতি গাজী শাহ-রিয়াজ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম আর প্রিন্স, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, সিনিয়র সাংবাদিক অপুর্ব অপু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মুশফিক সৌরভ।

এসময় বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গড় হিসেবে বেশিরভাগ মামলা সাংবাদিকদের বিরুদ্ধে হচ্ছে। আর এ আইনে মামলা দায়েরের পর বিবাদী পক্ষের যুক্তি তুলে ধরার আগেই কারাগারে যেতে হয়, এমন একমাস তার অধিক সময়েও জামিন মেলে না। আমরা মনে করি এ আইনের মাধ্যমে সাংবাদিকতাকে সংকুচিত করার হুমকি দেয়া হচ্ছে। ডিজিটাল মাধ্যমে যারা অপরাধ করবে তাদের জন্য আইন থাকবে। তবে ডিজিটাল নিরাপত্তার কথা বলে সাংবাদিক হয়রানি বন্ধ করতে এ আইনটি বাতিল করার দাবি জানাচ্ছি।

এসময় বক্তারা আরও বলেন, সারাদেশের ৫ টি সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন যে বিধি নিষেধ দিয়েছে তা অগ্রহণযোগ্য, এরমাধ্যমে সাংবাদিকতাকে সংকুতি করার অপপ্রয়াস চালানো হয়েছে। যাদের পক্ষে গাড়ি নেয়া সম্ভব হবে না, তারা নির্বাচনের দিন ৫৮ বর্গকিলোমিটারের বরিশাল সিটি করপোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রের তথ্য পায়ে হেটে কাভার দিবে কিভাবে। বরিশাল সিটির অনেকে কেন্দ্রে তো মোটরসাইকেল ছাড়া যাওয়াও সম্ভব হবে না। আমরা ইতিপূর্বে দেখেছি কোন পেশাদার সাংবাদিকই গোপন কক্ষে যায়না। ভোটকেন্দ্রের নিয়মও ভাঙ্গতে যায়না। তাহলে এ নিয়ম কেন? আমরা অতিসত্ত্বর এ নিয়ম বাতিলের দাবি জানাচ্ছি। তবে যদি কেউ কোন পক্ষের হয়ে কিছু করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে সরকার সোচ্চার হতে পারে।

এছাড়া বক্তারা সারাদেশের বিভিন্ন জায়গায় সাংবাদিক নির্যাতনের কথা তুলে ধরে বলেন, এখন সাংবাদিকরা শুধু শারিরীক নির্যাতনের ঝুঁকিতেই নেই, অর্থনৈতিক ঝুকিতেও রয়েছে। কথায় কথায় সাংবাদিকরা চাকুরি হারাচ্ছে। বেতন বন্ধ হয়ে যাচ্ছে। মানসম্মত বেতন দেয়া হচ্ছে না। এগুলো রোধে সরকারের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক কোষাধক্ষ্য আরিফ সুমন, সাবেক দপ্তর সম্পাদক অলিউল ইসলাম, আলামিন জুয়েল, সাংবাদিক তন্ময় তপু, এস এন পলাশ, জহিরুল ইসলাম, পান্নু মোল্লা, চিত্র সাংবাদিক এন আমিন রাসেল, উজ্জল মুন্সী প্রমুখ।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp