বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বিএফইউজে’র সাবেক সভাপতি আলতাফ মাহমুদের কবরের পাশে ঢাকা ও স্থানীয় সাংবাদিকরা

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা :: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ মাহমুদ এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গলাচিপায় বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার সকালে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে গলাচিপা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জনকন্ঠের স্টাফ রিপোর্টার শংকর লাল দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা এমপি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃ শাহিন শাহ্, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ মিয়া,বর্তমান ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আখতার মোর্শেদ।

এ সময় উপস্থিত ছিলেন যুগান্তরের গলাচিপা প্রতিনিধি মশিউর রহমান বাবুল, ইত্তেফাকের সমিত কুমার দত্ত মলয়, নয়াদিগন্তের সংবাদিক ও প্রভাষক হারুন অর রশিদ, সমকালের মোঃ কাওসার, খবরপত্রের খালিদ হোসেন মিল্টন, মোহনা টিভির জেলা প্রতিনিধি সোহাগ রহমান, আমাদের সময়ের মোঃ নাসির উদ্দিন, সংবাদের মুশফিকুর রহমান রিচার্ড, মাইটিভির হাসান এলাহী, মোঃ মুনতাসির মামুন, মোঃ মাসুদুর রহমান, সঞ্জিব দাস, মোঃ হাফিজুর রহমান প্রমুখ। এ ছাড়া বিভিন্ন রাজনীতিবিদ, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণ সভায় দোয়া পরিচালনা করেন কালারাজা হাট ফাজিল মাদ্রাসার আইসিটি শিক্ষক মাওলানা মোঃ আলাউদ্দিন। এসময় সাংবাদিকরা আলতাফ মাহমুদ ফাউন্ডেশন প্রতিষ্ঠার ঘোষনা দেন।
আলোচনা সভার পূর্বে ডাকুয়া ইউনিয়নের নিজ বাড়িতে আলতাফ মাহমুদ এর কবরে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দৈনিক ডেসটিনির নির্বাহী সম্পাদক আলতাফ মাহমুদ ২০১৬ সালের ২৪শে জানুয়ারী রোববার ৬২ বছর বয়সে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় শেষ নিঃশেষ ত্যাগ করেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp