বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় সংক্রমণে শীর্ষে রাশিয়া, মৃত্যুতে জাপান

অনলাইন ডেস্ক ::: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৩১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৬৫ হাজার ৯৮৬ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ১১ হাজার ৬৮১ জন। একইসঙ্গে করোনা রোগী শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৬৪ জনে।

রোববার (১২ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়। তাদের তথ্যানুযায়ী- ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। আর এ সময়ে বেশি সংক্রমিত হয়েছে রাশিয়ায়।

জাপানে একদিনে করোনায় মারা গেছেন ১১৮ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ১০০ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ৩৩ লাখ ১৬ হাজার ৫০৯ জনে। তাদের মদ্যে মারা গেছেন ৭৩ হাজার ১৫৬ জন এবং সুস্থ হয়েছেন দুই কোটি ১৭ লাখ এক হাজার ৫৭৯ জন।

২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৪১ জন এবং মারা গেছেন ৪২ জন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়ালো দুই কোটি ২৪ লাখ ১১ হাজার ১০৮ জন। তাদের মধ্যে মারা গেছেন তিন লাখ ৯৬ হাজার ৫৪৯ জন।

তাইওয়ানে একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৬১৮ জন এবং মারা গেছেন ৪৮ জন। দেশটিতে এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক কোটি এক লাখ ৬১ হাজার ৪৯৬ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৪৭৩ জন।

দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৯ হাজার ৮৬৭ জন এবং মারা গেছেন তিন জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ হাজার ৯৬ জন এবং আক্রান্ত তিন কোটি ছয় লাখ ২৫ হাজার ৩৮৯ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ৪০৫ জন এবং মারা গেছেন ১৫ জন। এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে দাঁড়ালো ১০ কোটি ৫৬ লাখ এক হাজার ৪৭০ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ইরানে ১৫ জন, পোল্যান্ডে ১৪ জন, চিলিতে ১৬ জন, পেরুতে ১৪ জন, ফিলিপাইনে ৯ জন, ডেনমার্কে চারজন, সার্বিয়ায় দুজন, স্লোভাকিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp